পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Partha Chatterjee on KMC Election 2021 : পৌরভোটের প্রচারে বিজেপিকে উল্টানো কচ্ছপ বলে তোপ পার্থর

কলকাতা পৌরনিগম নির্বাচনে প্রচারের শেষদিনে 128 নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার সারলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee on KMC Election 2021) ৷ প্রচারের প্রতি পরতে বিজেপির বিরুদ্ধে সরব হতে দেখা গেল তাঁকে ৷

Partha Chatterjee on KMC Election 2021
কলকাতা পৌরনির্বাচনে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে পার্থ

By

Published : Dec 17, 2021, 6:49 PM IST

Updated : Dec 17, 2021, 8:11 PM IST

কলকাতা, 17 ডিসেম্বর : 128 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী পার্থ সরকারের হয়ে আজ শেষবেলায় প্রচারে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee on KMC Election 2021) । নতুনপাড়া এলাকায় প্রচারে এসে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী পার্থ বলেন, "আমাদের লক্ষ্য 144 এ 144 । জনস্রোতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে উচ্ছ্বাস ও উদ্দীপনা কলকাতা জুড়ে তা চোখে পড়ার মতো ।’’ পার্থ সরকারের পক্ষে 128 নম্বর ওয়ার্ডে যে জনসমুদ্র দেখছেন, তাতে এটা স্পষ্ট যে তাঁর প্রতি মানুষের ভরসা রয়েছে ।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কলকাতা অচল করার বিষয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "আগে কলকাতার ভোটার হিসাবে শুভেন্দুবাবু আসুন । গরম গরম কথা অনেকেই বলেন । আসলে এখানে কোনও জনভিত্তি নেই ৷ বিজেপির উপর মানুষের কোনও প্রত্যাশা নেই । তাই সংবাদমাধ্যমে থাকার জন্য এসব কথা বলছেন শুভেন্দুবাবু ।’’

কলকাতা পৌরনির্বাচনে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে পার্থ

আরও পড়ুন :KMC election 2021: শেষবেলায় নজর কাড়ল তৃণমূলের রঙিন প্রচার

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বহিরাগত তত্ত্ব সম্পর্কে এদিনের পার্থ বলেন, "সুকান্তবাবু নিজেই বহিরাগতর মতো আচরণ করছেন । তিনি তো কলকাতা পৌরনিগমের ভোটার নন । ওঁরা হতাশাগ্রস্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে । কচ্ছপকে উল্টে দিলে যেমন হাত পা ছোড়ে তেমনি হাত পা ছুড়ছে ওঁরা । বাংলা ওঁদের পরিত্যাগ করেছে ।"

অভিষেকের মিছিলে বহিরাগত নিয়ে সুকান্তর অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, "আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির কাছে এখন আতঙ্কে পরিণত হয়েছেন । তার যে জনসমর্থন, তা বিজেপির কাছে আতঙ্কের ।"

আরও পড়ুন :KMC Election 2021 : 25 নম্বর ওয়ার্ডে লড়াইয়ে মুখোমুখি দুই ভাই, রাজনীতি ছায়া ফেলেনি সম্পর্কে

Last Updated : Dec 17, 2021, 8:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details