পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Partha Blames it on Board: নিয়োগ দুর্নীতিতে যাবতীয় দায়ভার বোর্ডের উপর চাপালেন পার্থ, শুভেচ্ছা অভিষেককে - পার্থ চট্টোপাধ্যায়

নিয়োগ দুর্নীতি কাণ্ডে যাবতীয় দায়ভার বোর্ডের উপর চাপালেন পার্থ চট্টোপাধ্যায় ৷ ফের দাবি করলেন যে তিনি নির্দোষ ৷

Partha Chatterjee ETV Bharat
পার্থ চট্টোপাধ্যায়

By

Published : Apr 24, 2023, 5:53 PM IST

Updated : Apr 24, 2023, 6:55 PM IST

আলিপুরের আদালতে পার্থ চট্টোপাধ্যায়

কলকাতা, 24 এপ্রিল: নিয়োগ দুর্নীতিতে তাঁর জড়িত থাকার কথা ফের অস্বীকার করলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ যাবতীয় দায় বোর্ডের উপর ঠেলে দিয়ে তিনি বলেছেন, এখানে মন্ত্রীর কোনও ভূমিকা নেই ৷

আজ আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজিরা ছিল নিয়োগ দুর্নীতিতে হেফাজতে থাকা পার্থ চট্টোপাধ্যায়ের ৷ আদালত থেকে বেরিয়ে বিস্ফোরক মন্তব্য করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী ৷ এ দিন আদালত থেকে বেরনোর সময় সাংবাদিকরা নিয়োগ দুর্নীতি সম্পর্কে তাঁকে প্রশ্ন করলে ফের নিজেকে নির্দোষ বলে দাবি করেন পার্থ ৷

তিনি বলেন, এখানে মন্ত্রীর কোনও ভূমিকা নেই ৷ এটা বোর্ড পরিচালিত একটি সংস্থা । পার্থ চট্টোপাধ্যায়ের এই কথা শুনে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন যে, তিনি দোষী নাকি বোর্ডের কেউ সরাসরি ভাবে এই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন ? উত্তরে পার্থ চট্টোপাধ্যায় বলেন, এক বছর ধরে দোষ প্রমাণ হল না, এখন নতুন করে কী হবে । এরপর তাঁর কাছে জানতে চাওয়া হয়, তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের কাছে থেকে এত বিপুল পরিমাণে টাকা কীভাবে এল ? এই প্রসঙ্গে সাংবাদিকদের উদ্দেশে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "আপনারা খুঁজে বের করুন ।"

এ দিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ কর্মসূচি প্রসঙ্গ পার্থ চট্টোপাধ্যায়ের সামনে তোলেন সাংবাদিকরা ৷ এ বিষয়ে তৃণমূলের প্রাক্তন মহাসচিব বলেন, "আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাচ্ছি এবং তাঁর সাফল্য কামনা করছি ।"

আজ পার্থ চট্টোপাধ্যায়কে আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজিরা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল । তবে গতবারের মতো এ বার আদালতে প্রবেশের সময় কোনও প্রশ্নের জবাব দিতে না চাইলেও তিনি তাঁর হাত নেড়ে বুঝিয়ে দেন যে, তিনি প্রভাবশালী নন । কারণ পার্থ চট্টোপাধ্যায়ের হাতের আংটি নিয়ে ইডির তরফ থেকে দাবি করা হয়েছিল যে, একজন প্রভাবশালী বন্দি বলেই সংশোধনাগারে দামি আংটি পরে থাকতে পারেন পার্থ ।

সংশোধনাগারে একজন বন্দির হাতে কীভাবে আংটি বা অলংকার এল, সেই বিষয়ে সংশোধনাগরের সুপারের সঙ্গেও কথা বলেন বিচারক । তবে আজ যখন পার্থ চট্টোপাধ্যায় আদালতে উপস্থিত হলেন, সেই সময় তাঁর আঙুলে কোনও আংটি ছিল না ৷ তিনি সাংবাদিকদের উদ্দেশে হাত নেড়ে এটাই বোঝাতে চাইলেন যে, তাঁর হাতে কোনও আংটি নেই অর্থাৎ তিনি প্রভাবশালী ব্যক্তিত্ব নন ।

আরও পড়ুন:হাত নেড়ে বুঝিয়ে দিলেন আর কোনও আংটি নেই, প্রভাবশালী তকমা ঘোচাতে উদ্যোগী পার্থ

Last Updated : Apr 24, 2023, 6:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details