কলকাতা, 10 ডিসেম্বর : প্রতীক্ষার অবসান । পার্শ্বশিক্ষকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । তবে, শিক্ষামন্ত্রী আগেই জানিয়েছিলেন, শুধু আন্দোলনকারী পার্শ্বশিক্ষকদের সংগঠনের সঙ্গে বৈঠকে বসবেন না তিনি । সেই মতোই শুধু পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চ নয়, পার্শ্বশিক্ষকদের প্রায় চারটি সংগঠনের সঙ্গে বৈঠক করতে চলেছেন শিক্ষামন্ত্রী । স্কুলশিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, কাল দুপুর একটায় বিকাশ ভবনে এই বৈঠক হবে । মূলত, বেতন সংক্রান্ত বিষয়েই এই বৈঠকে আলোচনা করা হতে পারে বলে মনে করা হচ্ছে ।
গত 11 নভেম্বর থেকে বেতন কাঠামোর দাবিতে অবস্থান ও তার কয়েকদিন পর থেকেই অনশন শুরু করে পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চ । আজ তাঁদের অবস্থানের 30 দিন ও অনশনের 26 দিন । তাঁদের প্রধান দাবি, ভাতা প্রথার অবসান ঘটিয়ে বেতন কাঠামো চালু করতে হবে । কিন্তু, আন্দোলনের প্রায় একমাস অতিক্রান্ত হয়ে গেলেও এখনও পর্যন্ত নিজেদের দাবি নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে মুখোমুখি আলোচনায় বসতে পারেনি পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চ । অবশেষে আগামীকাল শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন এই সংগঠন । যদিও এই বৈঠকে শুধু পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চ ডাকা হয়নি । ডাকা হয়েছে পার্শ্বশিক্ষকদের অন্য সংগঠনকেও ।