পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ত্রিস্তর পঞ্চায়েত কর্মীদের জন্য হেলথ স্কিমের সুবিধা, সিদ্ধান্ত মন্ত্রিসভার শেষ বৈঠকে - Mamata Banerjee

West Bengal Health Scheme for Panchayat workers: ত্রিস্তর পঞ্চায়েতের কর্মীরাও পাবেন হেলথ স্কিম এর সুবিধা ৷ এমনই সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ETV Bharat
পঞ্চায়েত কর্মীদের জন্য স্বাস্থ্য বিমা

By ETV Bharat Bangla Team

Published : Dec 27, 2023, 7:50 PM IST

কলকাতা, 27 ডিসেম্বর: ত্রিস্তরীয় পঞ্চায়েত কর্মীদের দীর্ঘদিনের দাবি ছিল সরকারি কর্মচারীদের মতো তাঁদেরও স্বাস্থ্য বিমার আওতায় আনা হোক ৷ রাজ্য সরকারের শেষ মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল প্রশাসন ৷ চলতি বছরে গত এপ্রিল মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি শুরু থেকে গ্রামপঞ্চায়েত- সব পঞ্চায়েত কর্মীদের স্বাস্থ্য বিমার আওতায় আনা হবে ৷

বছর শেষে এই সিদ্ধান্ত মঞ্জুর করল রাজ্য মন্ত্রিসভা ৷ মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমকে জানিয়েছেন মন্ত্রী মানস ভুঁইয়া ৷ তিনি জানিয়েছেন, জেলা পরিষদ, মহকুমা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতে সব মিলিয়ে 30 হাজার কর্মী আছেন ৷ এই সিদ্ধান্তের ফলে তাঁরা উপকৃত হবেন ৷ তবে পঞ্চায়েতে বিভিন্ন স্তরে প্রায় 20 হাজার পেনশন প্রাপক রয়েছেন ৷ সামগ্রিকভাবে তাঁরাও এই সুবিধার আওতায় এলেন কি না, তা স্পষ্টভাবে জানানো হয়নি ৷

মন্ত্রী মানস ভুঁইয়া জানান, এই পঞ্চাশ হাজার সরকারি কর্মচারীকে স্বাস্থ্য বিমার আওতায় আনার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছিল সরকারি কর্মচারী ফেডারেশন ৷ এদিন তাঁদের দাবিকে মান্যতা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

এদিন মন্ত্রী বলেন, "পঞ্চায়েত কর্মীদের দীর্ঘদিনের দাবি, তাঁদের স্বাস্থ্য বিমার আওতায় আনা হোক ৷ মুখ্যমন্ত্রী বলেছিলেন তাঁদের বিষয়টা বিবেচনা করে দেখবেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই আশ্বাস আজ বাস্তবে রূপ থেকে চলেছে ৷ আজ মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে পঞ্চায়েতের নিচু স্তরে থাকা কর্মীদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় নিয়ে আসা হবে ৷ এবার পঞ্চায়েতের কর্মীরাও এই সুযোগ পাবেন ৷"

বুধবার মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর মেলা একটি সাংবাদিক বৈঠক করেন ৷ সেখানে গঙ্গাসাগরের প্রস্তুতি নিয়ে একাধিক বিষয় উঠে আসে ৷ মুখ্যমন্ত্রী জানান, 12 জানুয়ারি থেকে গঙ্গাসাগর মেলা শুরু হবে ৷ চলবে 17 জানুয়ারি পর্যন্ত ৷ 8 জানুয়ারি থেকে সাগরে আসতে শুরু করবেন ভক্ত-পুণ্যার্থীরা ৷

আরও পড়ুন:

  1. লোকসভা নির্বাচনের আগে শেষ গঙ্গাসাগর মেলা, প্রস্তুতিতে একগুচ্ছ পদক্ষেপ মমতার
  2. সীতারামের পর মমতা, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে থাকছেন না মুখ্যমন্ত্রীও
  3. গঙ্গাসাগরের যাত্রাপথে ডুবন্ত বাংলাদেশি জাহাজের কারণে চর, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details