কলকাতা, 27 ডিসেম্বর: ত্রিস্তরীয় পঞ্চায়েত কর্মীদের দীর্ঘদিনের দাবি ছিল সরকারি কর্মচারীদের মতো তাঁদেরও স্বাস্থ্য বিমার আওতায় আনা হোক ৷ রাজ্য সরকারের শেষ মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল প্রশাসন ৷ চলতি বছরে গত এপ্রিল মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি শুরু থেকে গ্রামপঞ্চায়েত- সব পঞ্চায়েত কর্মীদের স্বাস্থ্য বিমার আওতায় আনা হবে ৷
বছর শেষে এই সিদ্ধান্ত মঞ্জুর করল রাজ্য মন্ত্রিসভা ৷ মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমকে জানিয়েছেন মন্ত্রী মানস ভুঁইয়া ৷ তিনি জানিয়েছেন, জেলা পরিষদ, মহকুমা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতে সব মিলিয়ে 30 হাজার কর্মী আছেন ৷ এই সিদ্ধান্তের ফলে তাঁরা উপকৃত হবেন ৷ তবে পঞ্চায়েতে বিভিন্ন স্তরে প্রায় 20 হাজার পেনশন প্রাপক রয়েছেন ৷ সামগ্রিকভাবে তাঁরাও এই সুবিধার আওতায় এলেন কি না, তা স্পষ্টভাবে জানানো হয়নি ৷
মন্ত্রী মানস ভুঁইয়া জানান, এই পঞ্চাশ হাজার সরকারি কর্মচারীকে স্বাস্থ্য বিমার আওতায় আনার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছিল সরকারি কর্মচারী ফেডারেশন ৷ এদিন তাঁদের দাবিকে মান্যতা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷