কলকাতা, 8 জুন: জল্পনাই সত্যি হল ৷ আগামী 8 জুলাই রাজ্যে হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন ৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এ কথা ঘোষণা করলেন নয়া রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহা ৷ তিনি এ দিন জানিয়েছেন, মোট 22টি জেলার মধ্যে দার্জিলিং এবং কালিম্পঙে দ্বিস্তর ও বাকি 20টি জেলায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী আট জুলাই, শনিবার । এ বারও এক দফাতেই হবে গ্রামবাংলার ভোটগ্রহণ ৷
নির্বাচন কমিশনার এ দিন জানিয়েছেন, আগামিকাল অর্থাৎ শুক্রবার থেকেই মনোনয়ন পত্র পেশ করা শুরু হয়ে যাবে ৷ রবিবার ও সরকারি ছুটির দিন ছাড়া অন্যান্য দিন বেলা 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত মনোনয়ন পেশ করা যাবে ৷ 15 জুন পর্যন্ত মনোনয়ন পেশ করা যাবে ৷ মনোনয়ন পত্র স্ক্রুটিনির শেষ তারিখ 17 জুন ৷ 20 জুন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৷ অনলাইনে মনোনয়ন পত্র পেশ করা যাবে কি না, সে বিষয়ে প্রশ্ন করা হলে নির্বাচন কমিশনার বলেন, এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷