কলকাতা, 8 মে : রাজ্যে 25 টি আসনে ভোট হয়ে গিয়েছে । বাকি আর দু'দফায় 17টি আসনে নির্বাচন । 23 মে রাজ্যে ঘাসফুল যে ফুটছেই, তা নিয়ে একপ্রকার নিশ্চিত তৃণমূল কংগ্রেসের অন্যতম সেনাপতি পার্থ চট্টোপাধ্যায় । আঞ্চলিক দলগুলিকে একজোট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লির মসনদে পৌঁছে যাওয়ার বিষয়েও আশাবাদী তিনি । ETV ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের দল, বিরোধী দলগুলি ও নির্বাচন কমিশন নিয়ে উঠে এল একাধিক প্রসঙ্গ । রইল সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব ।
ETV ভারত :বিরোধীরা একাধিকবার অভিযোগ করেছেন রাজ্যে ভোটে সন্ত্রাস চলছে ও কেন্দ্রীয় বাহিনীকে অকেজো করে ভোট হচ্ছে । কী বলবেন ?
পার্থ চট্টোপাধ্যায় :আমরা রাজ্যের পুলিশ বাহিনীকে চুপ করিয়ে রেখেছি । কেন্দ্রীয় বাহিনীকে চুপ করিয়ে রেখেছি । রাজ্যের ভোটারদেরও আমাদের সঙ্গে রেখেছি । তাহলে কি BJP-র খাতা খুলতে গেলে রাষ্ট্রপুঞ্জের পিস কিপিং ফোর্সকে আনতে হবে ? যদিও কখনও তা হবে না । রাজ্যের মানুষের হয়ে যাদের লড়াইয়ের ইতিহাস নেই, তারা এসেছে ক্ষমতা দখল করতে ।
ETV ভারত : ভোটের 24 ঘণ্টা আগে পুলিশ অফিসারদের বদলি করছে কমিশন । এটা কি পক্ষপাতদুষ্ট বলে মনে হচ্ছে ?