কলকাতা, 2 জুলাই : তৃণমূল ক্ষমতায় আসার পর এই প্রথম সরকারি বৈঠকে ডাক পেলেন বিরোধী বিধায়করা । আজ রাজ্যের তপশিলি জাতি ও উপজাতিভুক্ত বিধায়কদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে তৃণমূল বিধায়কদের পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছিল অন্য দলের বিধায়কদেরও । তৃণমূল, বামফ্রন্ট, কংগ্রেস ও BJP মিলিয়ে বিধানসভায় মোট 84 জন ST ও SC বিধায়ককে আমন্ত্রণ জানানো হয় । বৈঠক শুরু হয় দুপুর 2 টোয়।
আজ বিধানসভায় কাউন্সিল রুমে দীর্ঘ বৈঠক করেন মুখ্যমন্ত্রী । মূলত মুখ্যমন্ত্রী বিধায়কদের কাছ থেকে জানতে চান কীভাবে পিছিয়ে পড়া অনগ্রসর সম্প্রদায়ের আরও উন্নতি করা যায় । আদিবাসী মঙ্গল কমিটির বৈঠক ব্লক এবং জেলা স্তরে সব জেলায় ঠিক মতো হয় না বলে মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করেছেন । বাগদার বিধায়ক দুলাল বর বলেন, তাঁর বিধানসভায় 3 বছর ধরে তপশিলি সম্প্রদায়ের মানুষ সার্টিফিকেট পান না । কল্যাণীর তৃণমূল বিধায়ক রমেন্দ্রনাথ বিশ্বাস কবিতা পাঠ করে মুখ্যমন্ত্রীর প্রশংসা করেন। তারপর তিনি বলেন , "এই ধরনের বৈঠকের জন্য আগেই মুকুল রায়কে বার বার বলেছিলাম, কিন্তু তিনি কথা শোনেননি । " একথা শুনেই মমতা বলেন, " যে বিধানসভার সদস্য না,তাঁর কথা এখানে বলবেন না। কেশপুরের বিধায়ক শিউলি সাহা আলোচনা প্রসঙ্গে জয়শ্রীরাম বলায় মুখ্যমন্ত্রী তাঁকে ভর্ৎসনা করেন । ড: বি আর আম্বেদকরের নামে একটা ইউনিভার্সিটির দাবি তোলেন দুলাল বর । মুখ্যমন্ত্রী বলেন, "ওনার নামে অনেক কিছু আছে । আপাতত বিশ্ববিদ্যালয় করা সম্ভব নয় ।" শিউলি সাহা আরও বলেন, "দলিতদের নিরাপত্তা দরকার, অন্য রাজ্যে দলিতদের মেরে ফেলা হচ্ছে ,আমাদের এখানে দলিতদের নিরাপত্তা সুনিশ্চিত করুন ।"