পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কনটেনমেন্ট জ়োনে বিধানসভা, বিক্ষোভ কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত বাম-কংগ্রেসের - কোরোনা

কোরোনায় আক্রান্ত হয়েছেন বিধানসভার এক টাইপিস্ট । যার জেরে বিধানসভার সমস্ত দপ্তর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তাই সেখানে বিক্ষোভ কর্মসূচি বন্ধ রাখল বাম ও কংগ্রেস ।

abdul
abdul

By

Published : Jul 16, 2020, 8:36 AM IST

কলকাতা, 16 জুলাই : বিধানসভায় কোরোনা আক্রান্ত হয়েছেন এক কর্মী । তাই সেখানে বিক্ষোভ কর্মসূচি বন্ধ রাখল রাজ্যের বিরোধী দলগুলি । আজ দুপুরে বিধানসভার প্রবেশদ্বারে বিক্ষোভ কর্মসূচি ছিল কংগ্রেস এবং বামফ্রন্টের । আবদুল মান্নান বলেন, এই পরিস্থিতিতে অবস্থান-বিক্ষোভ করলে মানুষের কাছে ভুল বার্তা যাবে ।

কোরোনায় আক্রান্ত হয়েছেন বিধানসভার এক টাইপিস্ট । যার জেরে 24 জুলাই পর্যন্ত বিধানসভা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । 25 ও 26 জুলাই শনি ও রবিবার । সেকারণে 27 জুলাই ফের খুলবে বিধানসভা । গতকাল অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই খবর জানানোর পরই যাবতীয় কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাম ও কংগ্রেস ।

গতকাল অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নানের সঙ্গে ফোনে কথা বলেন । প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃত্বকে সাবধানতা অবলম্বন করতে বলেছেন তিনি ।

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বিরোধী দলগুলি একাধিক অভিযোগ করেছে । স্বাস্থ্যদপ্তর থেকে মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবিতে আজ বিধানসভার প্রবেশদ্বারে বিক্ষোভ কর্মসূচি ছিল কংগ্রেস এবং বামেদের‌ । কিন্তু সিদ্ধান্ত বদল করে তারা । আজকের কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয় ।

আবদুল মান্নান বলেন, রাজ্য সরকারকে তাঁরা সময় দিলেন । ভেঙে পড়া স্বাস্থ্যব্যবস্থাকে পুনরুদ্ধারের জন্য সময় পেল রাজ্য । আন্দোলন কর্মসূচি হবে । বিধানসভার সামনেও অবস্থান-বিক্ষোভ চলবে । তবে সেটা আজ নয় । বিধানসভা কনটেনমেন্ট জ়োন থেকে সরে যাওয়ার পর সেখানে আবার কর্মসূচি পালন করবেন । পরবর্তী কর্মসূচি জানিয়ে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন ।

ABOUT THE AUTHOR

...view details