কলকাতা, 13 সেপ্টেম্বর: দুবাই বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বুধবার সকালে সাক্ষাৎ হয় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংঘের । প্রথমে সৌজন্য বিনিময় এবং পরবর্তীতে বেশ কিছুক্ষণ কথা হয় দু'জনের মধ্যে। শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ জানানোয় তুমুল রাজনৈতিক তরজা শুরু হয়েছে । শ্রীলঙ্কার আর্থিক দুরবস্থার সঙ্গে বাংলার আর্থিক ঋণের তুলনা করে মুখ্যমন্ত্রী মমতাকে কড়া ভাষায় সমালোচনা করেছেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা । ইন্ডিয়া জোটের মুখ মমতা বন্দ্যোপাধ্যায় কি না ? প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংঘের এই প্রশ্ন নিয়েও বিরোধীরা কটাক্ষ করেছে।
এই বিষয় বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার বলেন, "যে এই সাক্ষাতের বিষয়টি আদৌ সত্যিই কি না আমার জানা নেই । শ্রীলঙ্কার যিনি রাষ্ট্রপ্রধান আছেন তাঁর হয়তো মনে হয়েছে যে তাঁদের ছয় হাজার কোটি টাকার ঋণের জন্য দেশ দেউলিয়া হয়ে গিয়েছিল ৷ আর এই ভদ্রমহিলা প্রায় 6 হাজার কোটি টাকা ঋণ নিয়ে ফেলেছেন তাঁর রাজ্য এখনও দেউলিয়া হয়নি তাই তাঁকে দেখে হয়তো ইন্সপায়ার হয়ে গিয়েছেন যে এই রকম ঋণ নেওয়া ভদ্রমহিলার সঙ্গে কথা বলতে হবে ।"