কলকাতা,16 অক্টোবর: সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির হাত ধরে ত্রৈমাসিক পত্রিকা 'মার্কসবাদী পথ'-এর অনলাইন সংখ্যা প্রকাশ পেতে চলেছে (Online Bengali Version of Marxbadi Path to release digitally)৷ সোমবার কলকাতার প্রমোদ দাশগুপ্ত ভবনে ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে সীতারাম ইয়েচুরি 'মার্কসবাদী পথ’র ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ।
CPIM Magazine: ইয়েচুরির হাত ধরে অনলাইনে বাংলায় 'মার্কসবাদী পথ' - CPIM Magazine online version
ডিজিটাল সংস্করণ আসতে চলেছে সিপিআই(এম)'র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি প্রকাশিত ত্রৈমাসিক পত্রিকা 'মার্কসবাদী পথে'র ৷ সোমবার সীতারাম ইয়েচুরি উদ্বোধন করবেন এই অনলাইন সংখ্যার(CPIM Magazine)৷
'মার্কসবাদী পথ' (Marxbadipath) সিপিআই(এম)'র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি প্রকাশিত ত্রৈমাসিক পত্রিকা । সোমবার থেকেই 'মার্কসবাদী পথ' মুদ্রিত মাধ্যমের পাশাপাশি এবার অনলাইনেও পাওয়া যাবে । মার্কসবাদী-লেনিনবাদী ভাবনা চর্চার পরিসর বাড়াতেই ডিজিটাল উদ্যোগ নেওয়া হয়েছে বলেই সিপিআইএম সূত্রে খবর ।
সিপিআইএম নেতা প্রয়াত মুজফ্ফর আহমদের জন্মদিবসে 1981 সালের 5 অগস্ট প্রথম 'মার্কসবাদী পথ' প্রকাশিত হয় । যার প্রথম সম্পাদক ছিলেন প্রমোদ দাশগুপ্ত । তারপর থেকে দীর্ঘ 4 দশক ধরে এই ত্রৈমাসিক পত্রিকা নিয়মিত প্রকাশ হয়ে আসছে । কিন্তু নতুন প্রজন্ম এবং ডিজিটাল মাধ্যমে, এককথায় মুঠোফোনে যে কোনও জায়গা থেকেই এই পত্রিকা পড়ার সুযোগ করে দিতে অনলাইন ভার্সন চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে । সিপিআইএম সূত্রে খবর, 'মার্কসবাদী পথ' পত্রিকাটি পাওয়া যাবে www.marxbadipath.org এই ওয়েবসাইটে ৷
এই বিষয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন,"আমাদের পার্টির ত্রৈমাসিক তাত্ত্বিক পত্রিকা 'দ্য মার্কসিস্ট'। ভাষাগত কারণে সবাই পড়তে পারেন না । ঠিক তেমনই এই পত্রিকা সর্বত্র পৌঁছনও সম্ভব হয় না । কিন্তু মার্কসবাদ ও লেনিনবাদের চর্চায় অনেকেরই আগ্রহ রয়েছে । তাই, প্রযুক্তিগত সুবিধা নিয়ে আমরা বাংলায় ত্রৈমাসিক 'মার্কসবাদী পথ' পত্রিকার মুদ্রিত সংস্করণের পাশাপাশি ডিজিটাল সংস্করণ প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । দূরত্বের গন্ডি পেরিয়ে এক ক্লিকে বহু পাঠকের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াস শুরু হচ্ছে । বহু লেখকের লেখাপত্রও নিয়মিত প্রকাশ করা হবে এতে । নতুন মৌলিক লেখাও প্রকাশিত হবে ।"
আরও পড়ুন :উৎসবের মরশুমে সোশাল মিডিয়ায় লড়াইয়ের ‘সহজ পাঠ’ সিপিএমের