কলকাতা, 12 মে: উপসর্গহীন COVID-19-এ আক্রান্তদের নিয়ে আতঙ্ক আরও বেড়ে চলেছে চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের মধ্যে । গতকাল, উপসর্গহীন আরও এক COVID-19-এ আক্রান্ত প্রসূতির খোঁজ মিলেছে চিত্তরঞ্জন সেবা সদনে । এই নিয়ে হাজরায় অবস্থিত সরকারি এই হাসপাতালে শেষ খবর পাওয়া পর্যন্ত ছয়জন COVID-19-এ আক্রান্ত প্রসূতির খোঁজ পাওয়া গেল । এই ছয়জনের মধ্যে চারজনের ক্ষেত্রে কোনও উপসর্গ ধরা পড়েনি । বাকি দুইজনের ক্ষেত্রে সামান্য উপসর্গ ছিল ।
চিত্তরঞ্জন সেবা সদন সূত্রে খবর, গতকাল এই হাসপাতালে চিকিৎসাধীন এক প্রসূতির সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে । তিনি চেতলা অঞ্চলের বাসিন্দা। হাসপাতাল সূত্রে খবর, এই প্রসূতির ক্ষেত্রে COVID-19 সংক্রমণের কোনও উপসর্গ ছিল না । এদিকে, তিনি প্রসব করেছেন। গতকাল রিপোর্ট আসার পর এই প্রসূতি এবং তাঁর সন্তানকে এম আর বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । এর আগে এই হাসপাতালে COVID-19-এ আক্রান্ত পাঁচ প্রসূতির খোঁজ পাওয়া যায় । যাঁদের মধ্যে দুইজনের খোঁজ পাওয়া যায় শনিবার । এই দুইজনের ক্ষেত্রে COVID-19 সংক্রমণের কোনও উপসর্গ দেখা যায়নি । বাকি তিন প্রসূতির মধ্যে একজনের ক্ষেত্রে COVID-19 সংক্রমণের কোনও উপসর্গ ছিল না । অন্য দু'জনের ক্ষেত্রে COVID-19 সংক্রমণের সামান্য উপসর্গ দেখা গেছিল । শুধুমাত্র চিত্তরঞ্জন সেবা সদন নয়, সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে উপসর্গহীন COVID-19 আক্রান্তের খোঁজ পাওয়া যাচ্ছে । যার জেরে, বিভিন্ন হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ সেখানকার অন্য কর্মী এবং আধিকারিকদের মধ্যে আতঙ্ক বাড়ছে ।