কলকাতা, ১২ মার্চ : এক শিশুরমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বি সি রায় হাসপাতালে। তার নাম অঙ্কন তরফদার। বয়স ৪ মাস। গতরাতের ঘটনা। শিশুটির মৃত্যুর পর পরিবারের সদস্যরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান। পরে আরও পুলিশ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিশুমৃত্যুকে কেন্দ্র করে বি সি রায় হাসপাতালে উত্তেজনা - B C roy
বি সি রায় হাসপাতালে শিশুমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। শিশুটির পরিবারের সদস্যরা হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলেন।
মৃত শিশুটি
শিশুটির পরিবারের সদস্যরা হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলেন। বিষয়টি নিয়ে গতরাত দেড়টা নাগাদ হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়। ৫০-৬০ জনের একটি দল হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করে।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত সোমবার অঙ্কনকে জ্বর নিয়ে হাসপাতালে ভরতি করা হয়। শনিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে ICU -তে নিয়ে যাওয়া হয়। রবিবার রাতে শিশুটিকে PICU-তে নিয়ে যাওয়া হয়। গতরাতে শিশুটির মৃত্যু হয়।