কলকাতা, 8 জানুয়ারি : ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি ফিরছিলেন । বুঝতে পারেননি বাড়ির কাছে ওত পেতে ছিল ছিনতাইবাজ । আর তাতেই ঘটে বিপত্তি । বাড়ির কাছে পৌঁছাতেই বৃদ্ধার হাতের ব্যাগ টেনে নিয়ে চম্পট দেয় ওই ছিনতাইবাজ । ঘটনায় উলটোডাঙা থানায় অভিযোগ দায়ের করে বৃদ্ধার ছেলে । সেই অভিযোগের ভিত্তিতেই আজ ওই ছিনতাইবাজকে গ্রেপ্তার করে পুলিশ ।
ঘটনার সূত্রপাত 6 জানুয়ারি । বেলগাছিয়া ভিলার বাসিন্দা আরতি দে স্টেট ব্যাঙ্কের মিল্ক কলোনি ব্রাঞ্চে গেছিলেন টাকা তুলতে । দুপুর সাড়ে তিনটে নাগাদ তিনি 15 হাজার টাকা তুলে বাড়ি ফিরছিলেন । বাড়ির কাছেই ওত পেতে ছিল ছিনতাইবাজ । নাম পলাশ ব্যানার্জি । বয়স 36 বছর । বাড়ি বেলগাছিয়া রোডে । আরতি বাড়ির নিচে আসতেই তাঁর হাতের ব্যাগ ছিনিয়ে নেয় পলাশ । তারপর সেখান থেকে পালিয়ে যায় । আরতির ব্যাগের মধ্যে 15 হাজার টাকা ছাড়াও ছিল পাসবুক ।