পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করোনা রোগীকে হাসপাতালে ভর্তির নামে লক্ষাধিক টাকার প্রতারণা, ধৃত 1

করোনা রোগীকে হাসপাতালে ভর্তি করিয়ে দেবার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণার ঘটনা সামনে এল ৷ রোগীর বাড়ির তরফে পোস্তা থানায় জানানো হলে তদন্ত শুরু করে পুলিশ ৷ শেষে মঙ্গলবার কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা দক্ষিণ 24 পরগনা জেলার পুজালি থেকে গ্রেফতার করে ওই প্রতারককে ৷

করোনা রোগীকে প্রতারণা
করোনা রোগীকে প্রতারণা

By

Published : May 11, 2021, 10:20 PM IST

কলকাতা, 11 মে: করোনা পরিস্থিতির মধ্যে সাধারণ মানুষের দুর্বলতার সুযোগ নিচ্ছে প্রতারকরা ৷ অক্সিজেন এবং হাসপাতালে শয্যা অভাব প্রকট হচ্ছে দিনকে দিন ৷ এর মধ্য়েই অক্সিজেন বা হাসপাতালে শয্যা পাইয়ে দেবার নাম করে টাকা আত্মসাৎ করার চেষ্টা করছে বিভিন্ন প্রতরণা চক্র । মঙ্গলবার এমনই এক প্রতারক ধরা পড়ল লালবাজারের জালে ৷ এক করোনা রোগীকে হাসপাতালে ভর্তি করিয়ে দেবার কথা বলে টাকা টাকা আত্মসাৎ করার চেষ্টায় ছিল সে ৷ পুলিশ জানায়, ধৃতের নাম শেখ নাসিরুদ্দিন ওরফে নাসির । তাকে দক্ষিণ 24 পরগনার পুজালি থেকে গ্রেফতার করা হয় ।

করোনার মধ্যে রোগী এবং তাঁদের বাড়ির লোকজনের অসহায়তার সুযোগ নিয়ে প্রতারকরা টাকা আত্মসাতের চেষ্টা করছে ৷ এমনই একটি ঘটনায় ধৃত প্রতারক করোনায় আক্রান্ত এক রোগীর পরিবারের সদস্যদের ফোন করে নিজেকে জনস্বাস্থ্য আধিকারিক বলে পরিচয় দেয় ৷ কোভিডে আক্রান্ত ওই রোগীকে শহরের নামী বেসরকারি হাসপাতালে ভর্তি করিয়ে দেবার কথা বলে ৷ তবে তার বদলে প্রতারক লক্ষাধিক টাকা দাবি করে ৷ ফাঁপড়ে পড়ে করোনা আক্রান্ত ওই রোগীর পরিবার সেই টাকা দিয়েও দেন প্রতারককে ৷ টাকা দেওয়ার পর তাঁরা বুঝতে পারেন যে তাঁরা প্রতারণা চক্রের খপ্পরে পড়েছেন ৷ পুলিশে খবর দিলে তদন্তে নামে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা ৷ তারপরই গোয়েন্দাদের জালে ধরা পড়ে শেখ নাসিরুদ্দিন ওরফে নাসির । তাকে দক্ষিণ 24 পরগনা জেলার পুজালি থেকে গ্রেফতার করা হয় ।

কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মা জানান, পোস্তা থানায় পবন কুমার শর্মা নামে এক ব্যক্তির লিখিত অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে লালবাজারের গোয়েন্দারা বিভাগ ।

আরও পড়ুন: হাওড়ায় টাকার বিনিময়ে ভ্যাকসিনের লাইন বিক্রি, আটক বেশ কয়েকজন

ABOUT THE AUTHOR

...view details