কলকাতা, 21 অক্টোবর: সরকারি অফিসগুলিতে আগেই ছুটি পড়ে গিয়েছিল ৷ আজ সপ্তমী থেকে অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানগুলিতেও ছুটি পড়ে গিয়েছে ৷ ফলে তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী এবং ষষ্ঠীতে শহরের রাস্তায় যে প্রকারের ভিড় হয়েছিল ৷ তার থেকে অনেক বেশি ভিড় মহাসপ্তমীর রাতে হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ শহর, শহরতলী এবং জেলা থেকে রাতভর ঠাকুর দেখার জন্য জনজোয়ার আসবে শহরের দিকে ৷ এমনটাই অনুমান লালবাজারের কর্তাদের ৷ তাই মহাসপ্তমীর রাতে বাড়তি পুলিশ মোতায়েন করেছে লালবাজার ৷
এবার নাকতলা উদয়ন সংঘ, সুরুচি সংঘ, চেতলা অগ্রণী, বাদামতলা আষাঢ় সংঘ-সহ দক্ষিণ কলকাতার সবক’টি বড় বড় পুজো মণ্ডপের সামনে ও ভিতরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশবাহিনী ৷ এই বিষয়ে নাম প্রকাশ অনিচ্ছুক কলকাতা পুলিশের একজন উপ-নগরপাল পদমর্যাদার পুলিশ আধিকারিক বলেন, ‘‘সাধারণত প্যান্ডেলের বাইরে এবং প্যান্ডেলের বড় রাস্তার সামনে দু’টি বাহিনীকে আমরা দাঁড় করাচ্ছি ৷ ভিতরের দিকে ভিড় নিয়ন্ত্রণের জন্য কলকাতা পুলিশের সার্জেন্ট থেকে শুরু করে সাব-ইন্সপেক্টরদের পুলিশ কর্মীদের রাখা হচ্ছে ৷ আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার জন্য ঘটনাস্থলে থাকছেন অফিসার ইনচার্জ এবং একজন অতিরিক্ত অফিসার ইনচার্জ পদমর্যাদার আধিকারিক ৷ আর প্যান্ডেলের বাইরে বড় রাস্তার সামনে রাখা হচ্ছে কলকাতা পুলিশের তরফে নেওয়া বিভিন্ন স্বেচ্ছাসেবকদের ৷