কলকাতা, 21 মার্চ: একেই বলে বহুমুখী প্রতিভা ! ছিলেন একজন প্রোমোটার । হুগলি জেলায় প্রথম কাজ । এরপর ধীরে ধীরে কুসঙ্গে যোগ দিয়ে হাত পাকানো ! পরিচয় নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত হুগলির সদ্য বহিষ্কৃত যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে । এরপর রাজনৈতিক প্রভাব খাটিয়ে 90টিরও বেশি পৌরসভায় নিজের বরাত আদায় করে নেন অয়ন শীল (Ayan Sil Latest News)। পাশাপাশি তিনি হয়ে ওঠেন আইটি কোম্পানির মালিক । টলিউডে টাকা ঢালতে থাকেন অয়ন । আর এ বার সেই অয়নের বিরুদ্ধেই অভিযোগ, ছাপাখানা সংস্থার সঙ্গেও গাঁটছাড়া বেঁধেছিলেন অয়ন (OMR sheets were printed from Sealdah)।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা (Recruitment Scam) তদন্তে নেমে জানতে পেরেছেন যে, অয়নের বাড়ি এবং অফিস থেকে উদ্ধার হওয়া ওএমআর শিটগুলি ছাপা হয়েছিল শিয়ালদার কলেজ স্ট্রিটের একটি ছাপাখানা থেকে । সেই ছাপাখানার সন্ধান পেয়েছেন গোয়েন্দারা । তদন্তে নেমে গোয়েন্দারা ইতিমধ্যেই ছাপাখানের মালিকের সন্ধান পেয়েছেন । কোন ব্যক্তি ওএমআর শিট এনে ছাপতে দিতেন এবং কী বলে ছাপা হত, সেই সব বিষয়ে জানতে চাইছেন গোয়েন্দারা । ইতিমধ্যেই তদন্তকারীদের প্রশ্নের মুখে পড়েছে শিয়ালদার ওই ছাপাখানাটি । জানা গিয়েছে, সংশ্লিষ্ট ছাপাখানায় একাধিকবার যেতেন অয়ন শীল ।
গতকাল আদালতে পেশ করার পর অয়ন শীলকে পয়লা এপ্রিল পর্যন্ত নিজেদের হেফাজতে পেয়েছেন ইডির তদন্তকারী আধিকারিকরা । প্রায় 37 ঘণ্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে ৷ এ দিকে, সল্টলেকের এফডি ব্লকে অয়নের অফিস-সহ ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালানো হয় ৷ সেই ফ্ল্যাটে ঢুকতেই গোয়েন্দারা দেখতে পান বিভিন্ন আলমারিতে থাকে থাকে সাজানো রয়েছে বিভিন্ন কাগজপত্র ।