পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বসতভিটেতে প্রোমোটিঙের বিরোধিতা করে নিখোঁজ বৃদ্ধ, হাইকোর্টের দ্বারস্থ ছেলে

Calcutta High Court: বসতভিটেতে প্রোমোটিং করতে চেয়েছিলেন ক্লাবের ছেলেরা ৷ তার বিরোধিতা করায় মারধর খেতে হয় ৷ এ বার নিখোঁজ হয়ে গেলেন বৃদ্ধ ৷ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁর ছেলে ৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট

By ETV Bharat Bangla Team

Published : Dec 13, 2023, 6:04 PM IST

কলকাতা, 13 ডিসেম্বর:পৈতৃক ভিটেতে স্থানীয় ক্লাবের ছেলেদের প্রোমোটিং করতে বাধা দেওয়ায় মারধর খেতে হয়েছিল ৷ অবশেষে বাড়ি থেকেই নিখোঁজ হয়ে গেলেন বারুইপুরের এক বৃদ্ধ । পুলিশ ও প্রশাসনকে জানিয়েও সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ছেলে ।বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ চার সপ্তাহের মধ্যে পুলিশের রিপোর্ট তলব করেছে ।

আদালত সূত্রে জানা যাচ্ছে, বারুইপুরের বাসিন্দা গোপাল সর্দার জন্মসূত্রেই পৈতৃক ভিটেতে থাকেন । স্নায়ুরোগ-সহ নানা শারীরিক রোগে আক্রান্ত তিনি । বাড়ির পাশেই সালেপুর যুববৃন্দ সংঘ নামে একটি ক্লাব রয়েছে । ক্লাবের সদস্যরা গোপাল সর্দারের বসতবাটির জায়গায় প্রোমোটিং করতে উৎসাহী বলে তাঁকে জানান । কিন্তু তিনি তাতে রাজি না থাকায় জোর করে তাঁর পৈতৃক ভিটে দখল করার চেষ্টা করা হয় বলে অভিযোগ । আরও অভিযোগ, প্রোমোটিঙে বাধা দিলে গোপাল সর্দার ও তাঁর পুত্র বাবাই সর্দারকে বেধড়ক মারধরও করা হয় ।

এ বিষয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করলেও প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করায় বাধ্য হয়ে হাইকোর্টে মামলা করেন গোপাল সর্দারের পুত্র বাবাই সর্দার । তাঁর অভিযোগ, আদালতে মামলা করার পর তাঁদের পরিবারের উপর আরও চোটপাট শুরু হয় । নানারকম ভয় দেখানো ও হুমকি দেওয়া চলে । এবং তাঁদের মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করা হয় ।

চলতি বছরের 29 অক্টোবর হঠাৎ করে গোপাল সর্দার নিখোঁজ হয়ে যান । 30 অক্টোবর বাবাই সর্দার স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন । পুলিশ ব্যবস্থা না নেওয়ায় তিন নভেম্বর ফের অভিযোগ দায়ের করেন তিনি ৷ তাঁর বাবাকে হয় অপহরণ করা হয়েছে অথবা নয়তো মেরে ফেলা হয়েছে বলে আশংকা করছেন তিনি । বারুইপুর জেলা পুলিশ সুপারের কাছেও 17 নভেম্বর অভিযোগ দায়ের করেন তিনি । কিন্তু কোনও সুরাহা হয়নি ।

মামলাটি বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে উঠলে আইনজীবী ইন্দ্রজিৎ রায়চৌধুরী জানান, 29 অক্টোবর থেকে ওই ব্যক্তি নিখোঁজ । তিনি বিভিন্ন রোগে আক্রান্ত । ফলে তাঁকে বেশিদিন আটকে রাখলেও তিনি অসুস্থ হয়ে মারা যাবেন । তাঁকে কোথাও লুকিয়ে রাখা হয়েছে বা মেরে ফেলা হয়েছে ।

রাজ্য জানায়, মামলা দায়ের হওয়ার পর ক্লাবের সদস্যদের বিরুদ্ধে কিডন্যাপের মামলা শুরু করে তদন্ত চলছে । কিছুদিন সময় দিলে দ্রুত ওই ব্যক্তিকে খুঁড়ে বের করা সম্ভব হবে । ডিভিশন বেঞ্চ আগামী চার সপ্তাহের মধ্যে এই ঘটনায় পুলিশ কী তদন্ত করেছে সমস্ত কেস ডায়েরি-সহ অন্যান্য নথি আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছে ।

আরও পড়ুন:

  1. জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন রাজ্যের
  2. 'চাকরি বাতিলের বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের অবস্থান স্পষ্ট নয়', ফের রিপোর্ট তলব হাইকোর্টের
  3. 2014 সালের পর থেকে অভিষেকের সম্পত্তি বৃদ্ধি কীভাবে? ইডিকে তদন্তের নির্দেশ অমৃতা সিনহা'র

ABOUT THE AUTHOR

...view details