কলকাতা, 13 মার্চ : সন্ধের পুজো করছিলেন নমিতা দত্ত ৷ হঠাৎই পাশের ঘরে থাকা ভাইপো এসে চড়াও হয় ৷ মাথায় পরপর আঘাত করতে থাকে হাতুড়ি দিয়ে ৷ পর্ণশ্রী থানার রবীন্দ্রনগরের ঘটনা ৷ এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় বিদ্যাসাগর হাসপাতালে ৷ আজ সকালে মারা যান তিনি ৷
পর্ণশ্রীতে বৃদ্ধা খুনে ধৃত ভাইপো - Old lady murdered at parnashree by nephew, kolkata
গত সন্ধ্যায় নিজের ঘরে বসে মদ্যপান করছিল শুভাশিস । পাশে ঠাকুর ঘরে পুজো করছিলেন কাকিমা নমিতা দত্ত । তাঁর বয়স 72 বছর । হঠাৎ তাঁর উপর এসে চড়াও হয় শুভাশিস । হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করতে শুরু করে । ঠাকুর ঘরেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন নমিতা ।
স্থানীয় সূত্রে খবর, দু'নম্বর রবীন্দ্রনগরে থাকে দত্ত পরিবার । যৌথ ভাবেই থাকেন পরিবারের সদস্যরা । বছর পঁয়তাল্লিশের শুভাশিস দত্ত দিনে দুপুরে মদ্যপান করে মাতলামি করে ৷ যা নিয়ে লেগে থাকে নিত্য অশান্তি ৷ শুভাশিসের দৌরাত্ম্যে অতিষ্ঠ পাড়া-প্রতিবেশীরাও । গত সন্ধ্যায় নিজের ঘরে বসে মদ্যপান করছিল শুভাশিস । পাশে ঠাকুর ঘরে পুজো করছিলেন কাকিমা নমিতা দত্ত । তাঁর বয়স 72 বছর । হঠাৎ তাঁর উপর এসে চড়াও হয় শুভাশিস । হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করতে শুরু করে । ঠাকুর ঘরেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন নমিতা । তাঁর চিৎকার শুনে পরিবারের লোকজনরা চলে আসে ঠাকুরঘরে । জড়ো হয়ে যায় পাড়া-প্রতিবেশীরাও । তাঁরা ধরে রাখে শুভাশিসকে । এরপর স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় নমিতাকে নিয়ে যাওয়া হয় বিদ্যাসাগর হাসপাতালে । খবর দেওয়া হয় পর্ণশ্রী থানায় । পুলিশ শুভাশিসকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করে ।
এরপর আজ সকালে মৃত্যু হয় নমিতাদেবীর । শুভাশিসকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে খুনের ধারায় মামলা করা হয়েছে । স্থানীয়দের দাবি, কড়া শাস্তি হোক শুভাশিসের ৷ আজ শুভাশিসকে আলিপুর আদালতে পেশ করা হবে ।