পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফের কোরোনা সংক্রমণ কলকাতা পুলিশে, আক্রান্ত বেলেঘাটা থানার OC - kolkata police

এই নিয়ে কলকাতা পুলিশের মোট চারজন OC সংক্রমিত হলেন । কলকাতা পুলিশে মোট আক্রান্তের সংখ্যা প্রায় 50 ।

ছবি
ছবি

By

Published : May 27, 2020, 3:44 PM IST

কলকাতা, 27 মে : গার্ডেনরিচ, প্রগতি ময়দান, বউবাজারের পর ফের কোরোনায় আক্রান্ত কলকাতা পুলিশের আধিকারিক । এবার বেলেঘাটা থানার OC । তাঁকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে । তাঁর সংস্পর্শে আসা বেলেঘাটা থানার বেশ কয়েকজনকে কোয়ারানটিনে পাঠানো হয়েছে ।

দিন কয়েক আগে প্রবল জ্বর আসে ওই পুলিশ আধিকারিকের । তারপরই তাঁকে পাঠানো হয় আইসোলেশনে । পরে কোরোনার অন্যান্য লক্ষণ প্রকাশ পেলে তাঁর সোয়াবের নমুনা পাঠানো হয় পরীক্ষার জন্য । আজ সেই রিপোর্টে কোরোনা পজ়িটিভ এসেছে বলে লালবাজার সূত্রে খবর । এই নিয়ে কলকাতা পুলিশের মোট চারজন OC সংক্রমিত হলেন । কলকাতা পুলিশে মোট আক্রান্তের সংখ্যা প্রায় 50 । যদিও এর আগে যে ক'জন অফিসার-ইন-চার্জ আক্রান্ত হয়েছিলেন সবাই সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন ।

সূত্রের খবর, বেলেঘাটা থানার অফিসার ইন-চার্জের সংস্পর্শে সম্প্রতি কারা এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে । ইতিমধ্যেই তাঁর দেহরক্ষী এবং গাড়ির চালককে কোয়ারানটিনে পাঠানো হয়েছে । বেলেঘাটা থানা পুরোপুরি জীবাণুমুক্ত করার কাজ শুরু হয়েছে । ওই আধিকারিকের পরিবারের লোকজনকেও হোম কোয়ারানটিন থাকতে বলা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details