পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অসুস্থ নার্সদের চিকিৎসার ব্যবস্থা সংশ্লিষ্ট হাসপাতালকেই করতে হবে, SSKM-এ বিক্ষোভ

1 জুন আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয় বারাসত জেলা সদর হাসপাতালের সিস্টার ইনচার্জের । মুকুন্দপুরের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের এক নার্সের ৷ দু'টি ক্ষেত্রেই গাফিলতির অভিযোগ তুলেছে নার্সেস ইউনিটি ৷

nurses protest
SSKM-এ নার্সদের বিক্ষোভ

By

Published : Jun 9, 2020, 12:40 AM IST

কলকাতা, ৮ জুন: বেডের অভাবে খোদ সরকারি হাসপাতালের নার্সের-ই চিকিৎসা মেলেনি । এই অভিযোগ তুলে নার্সদের এক সংগঠনের দাবি, অসুস্থ নার্সদের চিকিৎসার ব্যবস্থা সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকেই করতে হবে । সোমবার SSKM হাসপাতালে বিক্ষোভও দেখান এই সংগঠনের সদস্যরা।

মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের এক নার্স এবং বারাসত জেলা সদর হাসপাতালের সিস্টার ইনচার্জের মৃত্যুর ঘটনায় বেডের অভাবে চিকিৎসা না পাওয়ার অভিযোগ তুলেছে নার্সেস ইউনিটি । 1 জুন আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয় বারাসত জেলা সদর হাসপাতালের সিস্টার ইনচার্জের । মৃত্যুর পর জানা যায়, তিনি কোরোনায় আক্রান্ত ছিলেন । দু'টি হাসপাতাল ঘুরে শেষে নৈহাটির এক কোরোনা হাসপাতালে তাঁকে ভরতি করা হয়েছিল । প্রথম দু'বার তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে । শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় । সেখানে মৃত্যুর পর তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । এদিকে, সরকারি হাসপাতালে বেড না পাওয়ার জেরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের এক নার্সকে ভরতি করা হয়েছিল মুকুন্দপুরের এক বেসরকারি হাসপাতালে । গত মাসের শেষ সপ্তাহে তাঁর মৃত্যু হয় । তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে ।

সোমবার SSKM হাসপাতালের অ্যাকাডেমিক বিল্ডিংয়ের সামনে স্বাস্থ্যবিধি মেনে প্রতিবাদে সামিল হন নার্সেস ইউনিটির সদস্যরা । এই সংগঠনের সেক্রেটারি ভাস্বতী মুখোপাধ্যায় বলেন, "অসুস্থ নার্সদের চিকিৎসার ব্যবস্থা সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকেই করতে হবে । নার্স সহ অন্য যাঁরা চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছেন, তাঁদের সকলের জন্য যথাযথ সুরক্ষার ব্যবস্থা করতে হবে ।" বারাসত হাসপাতালের সিস্টার ইনচার্জের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলা হয়েছে এই সংগঠনের তরফে । এই নিয়ে ভাস্বতী মুখোপাধ্যায় বলেন, "প্রথম দু'বার কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার পর তৃতীয়বার তা পজ়িটিভ আসে । গুরুত্বপূর্ণ পরীক্ষার রিপোর্ট নিয়ে এরকম কেন হল তা তদন্ত করে প্রকাশ্যে আনতে হবে।"

ABOUT THE AUTHOR

...view details