পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মিছিলের অনুমতি না মেলায় NRS-এ অবস্থান নার্সদের

পুলিশ মিছিলের অনুমতি দেয়নি ৷ প্রথমে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দিতেও বাধা দেওয়া হয় ৷ এই অভিযোগে NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে অবস্থান নার্সদের ৷

অবস্থান বিক্ষোভ নার্সদের

By

Published : Aug 28, 2019, 9:31 PM IST

Updated : Aug 28, 2019, 11:56 PM IST

কলকাতা, 28 অগাস্ট : মিছিলের অনুমতি দেয়নি পুলিশ ৷ এমন কী, প্রথমে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দেওয়ার অনুমতিও দেওয়া হচ্ছিল না । পুলিশের বিরুদ্ধে এই অভিযোগে তুলে NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে অবস্থানে সামিল হয়েছেন নার্সরা । চাকরি এবং বেতন সংক্রান্ত বেশ কয়েকটি দাবির ভিত্তিতে আজ মিছিলের আয়োজন করা হয়েছিল ।

NRS হাসপাতাল থেকে আজ নার্সদের একটি মিছিল বের হওয়ার কথা ছিল । শেষ হওয়ার কথা ছিল ধর্মতলায় । নার্সরা হাসপাতালে জমায়েত হয়েছিলেন । কিন্তু শেষ পর্যন্ত পুলিশ মিছিলের অনুমতি দেয়নি বলে অভিযোগ । যার জেরে, হাসপাতালে অবস্থান করেন তাঁরা ৷

শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর দপ্তরে ডেপুটেশন দেওয়ার অনুমতি মিলেছে । ডেপুটেশন দিয়েছেন সংগঠনের কয়েকজন প্রতিনিধি ৷ পরে অবস্থান তুলে নেওয়া হয় ।

Last Updated : Aug 28, 2019, 11:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details