পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপককে হেনস্থা, অভিযুক্ত শিক্ষাকর্মীকে শো-কজ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) রসায়ন বিভাগের প্রধান স্বপনকুমার ভট্টাচার্যকে হেনস্থার অভিযোগ উঠেছে উদয়ভান সিং নামে এক শিক্ষাকর্মীর বিরুদ্ধে (JU professor allegedly harassed by non teaching staff) ৷

ETV Bharat
jadavpur university

By

Published : Dec 1, 2022, 4:07 PM IST

কলকাতা, 1 ডিসেম্বর: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে হেনস্থার অভিযোগে শো-কজ করা হল অভিযুক্ত কর্মচারীকে ৷ অভিযুক্তের নাম উদয়ভান সিং ৷ শো-কজের পাশাপাশি ওই ব্যক্তিকে আপাতত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ (JU professor allegedly harassed by non teaching staff) ৷

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) রসায়ন বিভাগের প্রধান স্বপনকুমার ভট্টাচার্যকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থার অভিযোগ উঠেছে ওই কর্মচারীর বিরুদ্ধে ৷ অভিযুক্ত ব্যক্তি তৃণমূলের শিক্ষাবন্ধু সেলের নেতা বলে জানা গিয়েছে ৷ ঘটনার পর রীতিমতো ভেঙে পড়েছেন ওই প্রবীণ অধ্যাপক ৷

আরও পড়ুন:কলকাতার হোটেলে যুবতীকে গণধর্ষণ, গ্রেফতার 3 বাংলাদেশি

এই ঘটনা প্রসঙ্গে ওই অধ্যাপক বলেন,"আমি এমন ঘটনা কোনওদিন আশঙ্কা করিনি । এত গালিগালাজ শুনতে হবে বা এমন অবস্থার মধ্যে পড়তে তা কোনওদিন ভাবিনি ৷" জানা গিয়েছে, ঘটনার দিন বিভাগের দু'টি ঘর খুলে এসেছিলেন ওই অধ্যাপক ৷ পরে আরও দুটি ঘর খুলে দেওয়ার জন্য তিনি ওই কর্মচারীকে বলেন । এর জেরেই ঝামেলার সূত্রপাত । অভিযোগ, ঘর খুলতে চাননি ওই কর্মচারী । তারপরেই অধ্যাপক রেগে গিয়ে তাকে জানান, যখন তিনি কাজ করবেন না, তখন সই করার দরকার নেই । এরপরেই ওই কর্মচারী তাঁকে হেনস্থা করে বলে অভিযোগ (JU professor harassment case) ।

ABOUT THE AUTHOR

...view details