কলকাতা, 3 অগাস্ট : BJP ছেড়ে কয়েকজন নেতা ও সাংসদ অন্য দলে চলে যাচ্ছেন বলে খবর ছড়িয়ে পড়েছিল ৷ কানাঘুষো শোনা যাচ্ছিল, রাজ্য BJP-র বেশ কয়েকজন প্রথম সারির নেতা সংগঠনের কাজে অসন্তোষ প্রকাশ করেছেন ৷ বিদ্রোহী নেতাদের তালিকায় নাম এসেছিল কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত এবং দুই সাংসদ অর্জুন সিংহ ও জগন্নাথ সরকারের ৷ তা নিয়ে রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষ বলেন, "BJP থেকে বেশ কয়েকজন নেতা ও সাংসদ অন্য দলে চলে যাচ্ছে বলে সংবাদমাধ্যমে খবর প্রচারিত হচ্ছে ৷ তা সত্য নয় । BJP-র মধ্যে কোনও বিভেদ নেই ।"
নীরবতা ভেঙেছেন বঙ্গ BJP-র কৈলাস বিজয়বর্গীয়ও ৷ টুইটারে তিনি লেখেন, "কয়েকটি খবরের চ্যানেলে BJP সাংসদদের তৃণমূলে যাওয়ার খবর দেখানো হচ্ছে ৷ আমরা এই ধরনের যে কোনও খবরের তীব্র নিন্দা করছি ৷ সব সাংসদ BJP-র সঙ্গে আছেন ও মোদিজির নেতৃত্বে কাজ করছেন ৷"