পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Sep 16, 2019, 10:30 AM IST

Updated : Sep 16, 2019, 11:12 AM IST

ETV Bharat / state

কোনও হিন্দু ভারতে অনুপ্রবেশকারী নয় : দেবতনু

কোনও হিন্দু ভারতে অনুপ্রবেশকারী নয় ৷ বললেন হিন্দু সংহতির কেন্দ্রীয় সভাপতি দেবতনু ভট্টাচার্য ৷

দেবতনু

কলকাতা, 16 সেপ্টেম্বর : রাজ্যে NRC চালু করে অনুপ্রবেশকারীদের বিতাড়নের দাবি তুলল হিন্দু সংহতি ৷ সেজন্য আগামীদিনে একাধিক কর্মসূচি নেওয়া হবে ৷ প্রয়োজনে কেন্দ্রের শাসকদল BJP-র বিরুদ্ধেও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি দেবতনু ভট্টাচার্য ।

গতকাল উত্তর কলকাতার কৈলাস বোস স্ট্রিটে এক প্রেক্ষাগৃহে হিন্দু সংহতির তরফে আলোচনাসভার আয়োজন করা হয় ৷ সেখানে অসমে NRC-র মূল উদ্দেশ্য সফল হয়নি বলে ক্ষোভপ্রকাশ করেন দেবতনুবাবু ৷ তাঁদের বক্তব্য, "অনেক মুসলিম অনুপ্রবেশকারী ভারতের বৈধ নাগরিকত্ব পেয়ে গেছে । অথচ বিদেশি হিসেবে চিহ্নিত হয়েছেন অসংখ্য হিন্দু ।" রাজ্যে NRC চালুর সময় সেই ত্রুটিগুলি শোধরানোর দাবি তোলেন তিনি৷ তাঁর বক্তব্য, "নাগরিকত্ব বিলের মাধ্যমে আগে বাঙালি হিন্দুকে আইনি রক্ষাকবচ দিতে হবে ৷ তারপর NRC চালু করতে হবে ৷ পশ্চিমবঙ্গে এবং ভারতে স্বাভাবিক নিয়মেই হিন্দু বাঙালিদের অধিকার সুরক্ষিত হওয়া উচিত । কোনও হিন্দু ভারতে অনুপ্রবেশকারী নয় ৷"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

দেবতনুবাবুর বক্তব্য, "2014-র 31 ডিসেম্বরের আগে থেকেই দেশে থাকার প্রমাণপত্রই হিন্দুদের জন্য যথেষ্ট ৷ তাদের আর কোনও নথি জমা দিতে হবে না ৷" তাঁর দাবি, 1951 সাল থেকে রাজ্যে মুসলিম জনসংখ্যা পাল্লা দিয়ে বেড়েছে ৷ তাদের অনেকেই অনুপ্রবেশকারী ৷ তাই তাঁর আশঙ্কা, NRC চালু না হলে পশ্চিমবঙ্গে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠবে ৷ আর নিজেদের ভোটব্যাঙ্ক সুরক্ষিত রাখতে রাজ্য সরকার অনুপ্রবেশকারীদের তোষামোদ করছে বলে অভিযোগ করেন তিনি ৷ এনিয়ে জেলা এবং ব্লক স্তরেও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে ৷

Last Updated : Sep 16, 2019, 11:12 AM IST

ABOUT THE AUTHOR

...view details