পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এখনও দাবিদার মেলেনি বিধানসভা চত্বরে উদ্ধার টাকার - money found in assembly

বিধানসভার লবির সামনের রাস্তা থেকে পাওয়া 50 হাজার টাকার দাবিদার কে ? এখনও পর্যন্ত ওই টাকার কোনও দাবিদার পাওয়া যায়নি ৷ সংশ্লিষ্ট চত্বরের সিসিটিভি খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে ৷

money found in assembly
বিধানসভা

By

Published : Jan 11, 2021, 9:29 AM IST

কলকাতা, 11 জানুয়ারি: চারদিন কেটে গেলেও উদ্ধার হওয়া 50 হাজার টাকার এখনও দাবিদার মিলল না । আগামীকালও অপেক্ষায় থাকবে বিধানসভা কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া টাকার ভবিষ্যৎ কী তা নিয়ে চলছে নানা জল্পনা । সূত্রের খবর, যিনি টাকার সন্ধান দিয়েছেন তিনি বিধানসভার কোনও কর্মী নন । রাজ্য সরকারের একটি দপ্তর থেকে তিনি বিধানসভার সচিবালয়ে এসেছিলেন । যাওয়ার পথে দেখেন, বিধানসভার লবির সামনে বাঁধানো পিচ রাস্তায় পড়ে রয়েছে 500 টাকার বান্ডিল। তিনি সেই টাকা উদ্ধার করে সচিবের কাছে জমা দেন। তারপর থেকে এখনও পর্যন্ত সেই টাকার কোনও দাবিদার মেলেনি। তাহলে কি এই টাকা বিধানসভার তহবিলে যাবে ? প্রশ্ন ঘুরছে বিধানসভার কর্মীদের মধ্যে।


বুধবার দুপুরের ঘটনা। তারপর থেকে ক্রমান্বয়ে ঘুরিয়ে-ফিরিয়ে দেখা হয়েছে সংশ্লিষ্ট চত্বরের সিসিটিভি । বিধানসভার সচিব অভিজিৎ সোম যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। এ বিষয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি ৷ বিধানসভার মার্শাল দেবব্রত মুখোপাধ্যায়ও বিষয়টি সম্পর্কে কিছু বলতে চাননি।
সূত্রের খবর, উদ্ধার হওয়া টাকার দাবিদার না থাকলে নিয়ম মেনে তা চলে যাবে রাজ্য সরকারের ট্রেজ়ারিতে।

আরও পড়ুন :জয়ের আশা জাগিয়ে প্যাভিলিয়নে পন্থ, ক্রিজ়ে দাঁড়িয়ে "ওয়াল" পূজারা

অধ্যক্ষই যেহেতু বিধানসভার প্রধান, শেষ পর্যন্ত তিনিই ঠিক করবেন ওই টাকার ভবিষ্যৎ। বিধানসভার তহবিলে সেই টাকা চলে যেতে পারে। উন্নয়ন খাতে ব্যয় হতে পারে সেই টাকা। তবে তার আগে বিধানসভার পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভির মাধ্যমে ওই টাকা কোনও বিধায়কের পকেটে থেকে পড়ে গিয়েছে কি না। প্রত্যক্ষদর্শীরা জানান, একজন সর্দারজি সেদিন বিধানসভায় ছিলেন। সেই সর্দারজিরও খোঁজ চলছে।

ABOUT THE AUTHOR

...view details