কলকাতা, ২৮ ফেব্রুয়ারি : আপাতত সুস্থ আছেন নির্মলা মিশ্র। চিকিৎসক জানিয়েছেন, হাসপাতাল থেকে শীঘ্রই তাঁকে ছেড়ে দেওয়া হবে। সোমবার হঠাৎ নির্মলাদেবীর রক্তবমি হয়। পারিবারিক চিকিৎসক কৌশিক চক্রবর্তীর অধীনে নির্মলাদেবীকে ভরতি করা হয় দক্ষিণ কলকাতার একটি নার্সিংহোমে। চিকিৎসকরা জানিয়েছেন, নির্মলাদেবীর আলসার রয়েছে। সেজন্যই তাঁর রক্তবমি হয়েছে।
আলসার থেকে রক্তবমি, নার্সিংহোমে নির্মলা মিশ্র - Artist
নির্মলাদেবীর আলসার রয়েছে। সেজন্যই তাঁর রক্তবমি হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, হাসপাতাল থেকে শীঘ্রই তাঁকে ছেড়ে দেওয়া হবে।
nirmala mishra
গতকাল তাঁর এন্ডোস্কপি করা হয়। কৌশিকবাবু বলেন, "নির্মলা মিশ্র আগের তুলনায় ভালো আছেন। তাঁর পেটে আলসার হয়েছে। সেখান থেকেই রক্ত বের হচ্ছিল। তবে এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। আশা করছি খুব শীঘ্রই তিনি বাড়িতে ফিরে যাবেন।"
গত বছরের ডিসেম্বরে হার্ট ফেলিওর ও নিউমোনিয়া নিয়ে নির্মলাদেবীকে নার্সিংহোমে ভরতি করতে হয়েছিল। সেবার সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছিলেন তিনি। কিন্তু কিছুদিন আগে ফের অসুস্থ হওয়ায় তাঁকে SSKM হাসপাতালে ভরতি করা হয়েছিল।