পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mominpur Incident: গোষ্ঠী সংঘর্ষের তদন্তে মোমিনপুরে পৌঁছলেন এনআইএ প্রতিনিধিরা

মোমিনপুর কাণ্ডের (Mominpur Incident) তদন্ত করতে ঘটনাস্থলে পৌঁছে গেলেন জাতীয় তদন্তকারী সংস্থা (National Investigation Agency) বা এনআইএ (NIA)-এর প্রতিনিধিরা ৷ সঙ্গে গেলেন লালবাজারের আধিকারিকরাও ৷

NIA Team reaches at the venue to investigate Mominpur Incident
Mominpur Incident: গোষ্ঠী সংঘর্ষের তদন্তে মোমিনপুরে পৌঁছলেন এনআইএ প্রতিনিধিরা

By

Published : Oct 22, 2022, 6:50 PM IST

কলকাতা, 22 অক্টোবর: মোমিনপুর কাণ্ডের (Mominpur Incident) তদন্তে শনিবার এলাকায় পৌঁছলেন জাতীয় তদন্তকারী সংস্থা (National Investigation Agency) বা এনআইএ (NIA)-এর প্রতিনিধিরা ৷ সেই দলে ছিলেন একজন পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিক ৷ তাঁর নেতৃত্বেই মোমিনপুর কাণ্ডের তদন্ত করছে এনআইএ ৷ এছাড়াও এই দলে রয়েছেন দু'জন ডিএসপি পদমর্যাদার আধিকারিক এবং আরও কয়েকজন ৷

এনআইএ সূত্রে জানা গিয়েছে, এদিন প্রথমেই কলকাতা পুলিশের (Kolkata Police) সদর দফতর (Headquarter) লালবাজারে (Lal Bazar) পৌঁছন এনআইএ প্রতিনিধিরা ৷ সেখানে কলকাতা পুলিশের গোয়েন্দাদের সঙ্গে কথা বলেন তাঁরা ৷ এরপরই কলকাতা বন্দর লাগোয়া মোমিনপুরের উদ্দেশে রওনা হয়ে যান কেন্দ্রীয় গোয়ন্দারা ৷ সঙ্গে লালবাজারের কয়েকজন আধিকারিকও ছিলেন ৷ এলাকায় পৌঁছেই প্রথমে ঘটনাস্থল ভালো করে ঘুরে দেখেন এনআইএ আধিকারিকরা ৷ সেদিন ঠিক কী ঘটেছিল, তা জানতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন ৷ বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর বয়ান রেকর্ড করা হয় বলেও দাবি সূত্রের ৷ ঠিক কোন এলাকায় কারা প্রথম সেদিন ঝামেলা বাধিয়েছিলেন, কেন্দ্রীয় গোয়েন্দারা তা বোঝার চেষ্টা করেন ৷

আরও পড়ুন:মোমিনপুর কাণ্ডে কলকাতা পুলিশের কাছে তথ্য চাইল এনআইএ

প্রসঙ্গত, সম্প্রতি কলকাতার মোমিনপুরে একটি সংঘর্ষের ঘটনা ঘটে ৷ এ নিয়ে কলকাতা হাইকোর্টেরও দৃষ্টি আকর্ষণ করা হয় ৷ পরবর্তীতে ঘটনার তদন্তে আসরে নামে এনআইএ ৷ অন্যদিকে, ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশও ৷ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ রুজু হয়েছে একাধিক মামলা ৷ পরে এনআইএ এই ঘটনায় আলাদা একটি মামলা রুজু করে ৷ তারই প্রেক্ষিতে শুরু করে তদন্ত ৷ তদন্তের কাজে কলকাতা পুলিশের কাছে সংশ্লিষ্ট মামলাগুলির সমস্ত ফাইল এবং এই সংক্রান্ত যাবতীয় নথি চেয়ে পাঠায় তারা ৷ সূত্রের দাবি, প্রয়োজনে এই ঘটনায় কলকাতা পুলিশের হাতে ধৃত ব্যক্তিদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে পারেন এনআইএ গোয়েন্দারা ৷

ABOUT THE AUTHOR

...view details