কলকাতা, 10 মার্চ: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (Rabindra Bharati VC) পদে এলেন নির্মাল্য নারায়ণ চক্রবর্তী । এর পাশাপাশি রাজ্যের আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ (New VCs Appointed) করলেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস (C V Ananda Bose)।
তিন মাসের জন্য নিয়োগ: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালতের উপাচার্য পদে আর থাকছেন না সব্যসাচী বসু রায়চৌধুরী । তাঁর জায়গায় এই পদে আসছেন দর্শন বিভাগের অধ্যাপক নির্মাল্য নারায়ণ চক্রবর্তী । গতকালই রাজভবন থেকে এই মর্মে তিনি চিঠি পেয়েছেন । তবে তিনি আপাতত তিন মাসের জন্য উপাচার্য পদে থাকবেন ।
1 মার্চ রাজভবনে বৈঠক হয়: প্রসঙ্গত, গত 1 মার্চ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও সাতটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন । রাজ্যের যে সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের মেয়াদ শেষ হয়ে গেলেও নতুন উপাচার্য নিয়োগের ক্ষেত্রে কিছু জটিলতার সৃষ্টি হয়েছিল বলে জানা গিয়েছে ৷ সে রকম প্রায় 30টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ আরও তিন মাসের জন্য বাড়ানো হয় ।
পদত্যাগ পত্র রাজ্যপালকে পাঠান সব্যসাচী বসু রায়চৌধুরী: এই ক্ষেত্রে রাজ্যপাল তাঁদের প্রথমে পদত্যাগ করতে বলেন এবং তারপরেই তিন মাসের জন্য মেয়াদ বাড়ানো হয় । এই একই প্রক্রিয়ায় উপাচার্য হিসেবে মেয়াদ বাড়ানো হয় রবীন্দ্রভারতীর উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরীর । তবে এই সিদ্ধান্তের পরে আচার্য অর্থাৎ রাজ্যপালকে
ই-মেইল করে উপাচার্য হিসেবে আর বহাল না থাকার ইচ্ছেপ্রকাশ করেন সব্যসাচী বসু রায়চৌধুরী ৷