ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

New VCs Appointed: রবীন্দ্রভারতীর উপাচার্য হলেন নির্মাল্য নারায়ণ চক্রবর্তী, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কারা ? - Rabindra Bharati VC

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়-সহ আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নয়া উপাচার্য নিযুক্ত (New VCs Appointed) করলেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস ।

new vice chancellor in Rabindra Bharati ETV Bharat
রবীন্দ্রভারতীর উপাচার্য
author img

By

Published : Mar 10, 2023, 12:57 PM IST

কলকাতা, 10 মার্চ: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (Rabindra Bharati VC) পদে এলেন নির্মাল্য নারায়ণ চক্রবর্তী । এর পাশাপাশি রাজ্যের আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ (New VCs Appointed) করলেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস (C V Ananda Bose)।

তিন মাসের জন্য নিয়োগ: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালতের উপাচার্য পদে আর থাকছেন না সব্যসাচী বসু রায়চৌধুরী । তাঁর জায়গায় এই পদে আসছেন দর্শন বিভাগের অধ্যাপক নির্মাল্য নারায়ণ চক্রবর্তী । গতকালই রাজভবন থেকে এই মর্মে তিনি চিঠি পেয়েছেন । তবে তিনি আপাতত তিন মাসের জন্য উপাচার্য পদে থাকবেন ।

1 মার্চ রাজভবনে বৈঠক হয়: প্রসঙ্গত, গত 1 মার্চ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও সাতটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন । রাজ্যের যে সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের মেয়াদ শেষ হয়ে গেলেও নতুন উপাচার্য নিয়োগের ক্ষেত্রে কিছু জটিলতার সৃষ্টি হয়েছিল বলে জানা গিয়েছে ৷ সে রকম প্রায় 30টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ আরও তিন মাসের জন্য বাড়ানো হয় ।

পদত্যাগ পত্র রাজ্যপালকে পাঠান সব্যসাচী বসু রায়চৌধুরী: এই ক্ষেত্রে রাজ্যপাল তাঁদের প্রথমে পদত্যাগ করতে বলেন এবং তারপরেই তিন মাসের জন্য মেয়াদ বাড়ানো হয় । এই একই প্রক্রিয়ায় উপাচার্য হিসেবে মেয়াদ বাড়ানো হয় রবীন্দ্রভারতীর উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরীর । তবে এই সিদ্ধান্তের পরে আচার্য অর্থাৎ রাজ্যপালকে
ই-মেইল করে উপাচার্য হিসেবে আর বহাল না থাকার ইচ্ছেপ্রকাশ করেন সব্যসাচী বসু রায়চৌধুরী ৷

সেই মর্মে তিনি নিজের পদত্যাগ পত্র রাজভবনে পাঠান । এই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে তাঁর মেয়াদ শেষ হবে আগামী 18 মার্চ। জানা গিয়েছে যে, একবার পদত্যাগ করতে বলে তারপর আবার ওই একই পদে পুনর্বহাল রেখে যে মেয়াদ বাড়ানো হয়েছে তাতে তাঁর আপত্তি রয়েছে ।

আরও পড়ুন:রাজভবনের আনন্দ পর্বে ধনকড় জমানার ছায়া পড়বে না, দাবি ব্রাত্যর

বিদ্যাসাগর ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে নয়া উপাচার্য নিযুক্ত: রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিবাজি প্রতীম বসুর জায়গায় তিন মাসের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিযুক্ত হলেন পবিত্র কুমার চক্রবর্তী । তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক ।

ঠিক একইভাবে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় এই পদের দায়িত্বভার পেতে চলেছেন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের কাজল দে । তিনি এই বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক । উত্তরবঙ্গের দার্জিলিং হিলস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে এসেছেন প্রেম কুমার । তিনিও তিন মাসের জন্য অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে দায়িত্বভার পালন করবেন ।

ABOUT THE AUTHOR

...view details