কলকাতা, 28 এপ্রিল:জালিয়াতির জন্য নিত্যনতুন ফন্দি বের করছে সাইবার জালিয়াতরা ৷ এমনকী এরজন্য অবসরপ্রাপ্ত পুলিশ কর্তাদের পরিচয়ও ব্যবহার করছে তারা ৷ কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত সহকারী কমিশনারের রেফারেন্স টেনে বিভিন্ন মানুষের টাকা আত্মসাৎ করছে সাইবার প্রতারকরা । এমন অভিযোগ সম্প্রতি সামনে এসেছে ৷
এই বিষয়ে সম্প্রতি কাশিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ এই সাইবার জালিয়াতিকাণ্ডের তদন্তে নেমেছেন কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের গোয়েন্দারা । জানি গিয়েছে, কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত সহকারি কমিশনারের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণার এই নতুন ফাঁদ পাতা হয়েছে সামাজিক মাধ্যমে । ফেসবুক প্রোফাইল বানিয়ে একাধিক পরিচিতকে সেই ফেসবুক প্রোফাইল থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হচ্ছে ৷ এবং যারা সেই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছেন প্রথমে তাঁদের সঙ্গে শুরু হচ্ছে মেসেঞ্জারে কুশল বিনিময় । এরপরেই বিভিন্ন ব্যক্তিদের মোবাইল নম্বর হারিয়ে গিয়েছে বলে তাঁদের মোবাইল নম্বর মেসেঞ্জারে মেসেজ করতে বলা হচ্ছে ।