কলকাতা, 16 জানুয়ারি:রাজ্যে হকার আইন লাগু হয়েছে। কলকাতায় গঠন হয়েছে টাউন ভেন্ডিং কমিটি। তারপরও ধর্মতলা নিউ মার্কেট চত্বরে বেলাগাম হকাররাজে লাগাম দিতে পারেনি পুলিশ প্রশাসন । এমনটাই দাবি নিউ মার্কেট এলাকার দোকান মালিকদের ৷ এবার সেই হকাররাজের বিরুদ্ধে প্রতিবাদ সরব নিউমার্কেট ও তার আশপাশের সমস্ত ছোট-বড় দোকান, শপিংমলের দোকানদাররা ৷ প্রতিবাদে বুধবার সকাল 11 টা থেকে দুপুর 3টে পর্যন্ত দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন দোকান মালিকরা । জয়েন্ট ট্রেডার্স ফেডারেশনের এই প্রতিবাদ কর্মসূচি ।
প্রায় 150 বছরের পুরোনো হগ মার্কেট ৷ যা নিউমার্কেট বলে পরিচিত। এই ঐতিহ্য ভবনের চারপাশ হকারদের দখলে। কোথায় প্রবেশ পথ, তা বের করতে গিয়ে সমস্যায় পড়েন অনেকেই ৷ শুধু তাই নয় রাত হলেও দোকান বন্ধ করে প্লাস্টিক মুড়ে জিনিসপত্র রেখে চলে যান হকাররা। কোনও ভাবে এই প্লাস্টিকে আগুন লাগলে গোটা নিউমার্কেট ভষ্মীভূত হবে চোখের পলকে ৷ ক্ষতির শিকার নিউমাকেটের দোকান মালিকরা ৷ পুলিশ, প্রশাসনকে বারে বারে চিঠি দিয়েও কোনো কাজ হয়নি দাবি দোকানদারদের। তাই বাধ্য হয়ে বুধবার দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানতে চলেছেন।