পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ব্যস্ত দিনে বন্ধ নিউ মার্কেট, প্রতিবাদে দোকান মালিকরা - হকাররাজ

New Market Closed: হকাররাজের প্রতিবাদে সরব দোকানদাররা ৷ ফলস্বরূপ বুধবার সকাল 11টা থেকে দুপুর তিনটে পর্যন্ত নিউমার্কেট-সহ আশপাশের সমস্ত দোকান বন্ধ থাকবে ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Jan 16, 2024, 11:03 PM IST

কলকাতা, 16 জানুয়ারি:রাজ্যে হকার আইন লাগু হয়েছে। কলকাতায় গঠন হয়েছে টাউন ভেন্ডিং কমিটি। তারপরও ধর্মতলা নিউ মার্কেট চত্বরে বেলাগাম হকাররাজে লাগাম দিতে পারেনি পুলিশ প্রশাসন । এমনটাই দাবি নিউ মার্কেট এলাকার দোকান মালিকদের ৷ এবার সেই হকাররাজের বিরুদ্ধে প্রতিবাদ সরব নিউমার্কেট ও তার আশপাশের সমস্ত ছোট-বড় দোকান, শপিংমলের দোকানদাররা ৷ প্রতিবাদে বুধবার সকাল 11 টা থেকে দুপুর 3টে পর্যন্ত দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন দোকান মালিকরা । জয়েন্ট ট্রেডার্স ফেডারেশনের এই প্রতিবাদ কর্মসূচি ।

প্রায় 150 বছরের পুরোনো হগ মার্কেট ৷ যা নিউমার্কেট বলে পরিচিত। এই ঐতিহ্য ভবনের চারপাশ হকারদের দখলে। কোথায় প্রবেশ পথ, তা বের করতে গিয়ে সমস্যায় পড়েন অনেকেই ৷ শুধু তাই নয় রাত হলেও দোকান বন্ধ করে প্লাস্টিক মুড়ে জিনিসপত্র রেখে চলে যান হকাররা। কোনও ভাবে এই প্লাস্টিকে আগুন লাগলে গোটা নিউমার্কেট ভষ্মীভূত হবে চোখের পলকে ৷ ক্ষতির শিকার নিউমাকেটের দোকান মালিকরা ৷ পুলিশ, প্রশাসনকে বারে বারে চিঠি দিয়েও কোনো কাজ হয়নি দাবি দোকানদারদের। তাই বাধ্য হয়ে বুধবার দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানতে চলেছেন।

দোকানমালিকদের আরও অভিযোগ, শুধু রাস্তা নয় পাকিং লটও হকারদের দখলে চলে গিয়েছে ৷ আশঙ্কা প্রকাশ করেই দোকান মালিকরা উল্লেখ করেন, বড় বিপদ হলে অ্যাম্বুলেন্স, দমকল আসতে সমস্যায় পড়বে ৷ এই প্রসঙ্গেই, নিউমার্কেট দোকান মালিক সংগঠনের নেতৃত্ব উদয় সাউ বলেন, "হকার পুনর্বাসন সংক্রান্ত বিভাগের দায়িত্বে থাকা মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমারকে একাধিকবার জানিয়েছি । পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি। তাই বাধ্য হয়ে প্রতিবাদের পথে। 10 দফা দাবি সামনে রেখে আমরা এই প্রতিবাদে সামিল হচ্ছি । আশা করব প্রশাসন পদক্ষেপ নেবে বেআইনি হকাররাজ বন্ধ করবে। আইনি হকারদের আইন মেনে হকারি করতে বাধ্য করবে।"

আরও পড়ুন:

  1. কালীপুজোয় চাঁদার জুলুম! নিউ মার্কেট থানার অতিরিক্ত ওসি-সহ 3 পুলিশকর্মীকে 'মার'
  2. ফুটপাথ দখল মুক্ত করতে রণংদেহী মনোভব কলকাতা পৌরনিগমের
  3. ফিরছে হকারদের বাড়বাড়ন্ত, গড়িয়াহাট মডেল বিফলে ! পুলিশকে চিঠি দিতে নির্দেশ মেয়র ফিরহাদের

ABOUT THE AUTHOR

...view details