শিলিগুড়ি, 16 অক্টোবর : হাথরসের ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে আজ শিলিগুড়িতে বিক্ষোভ মিছিল করে তৃণমূল কংগ্রেস ৷ মিছিলের নেতৃত্বে ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব ৷ আর সেই মিছিলে থাকা ব্যানার ও ফেস্টুনে নির্যাতিতার নাম ও ঠিকানা ছিল ৷ তা নিয়ে সরব হয়েছে বিরোধীরা ৷
2018 সালে সুপ্রিম কোর্ট একটি নির্দেশ দেয় ৷ সেই নির্দেশ অনুযায়ী কোনও অবস্থাতেই নির্যাতিতার ছবি বা নাম প্রকাশ্যে আনা যাবে না । এমনকী নির্যাতিতার মৃত্যু হলেও প্রকাশ করা যাবে না পরিচয় । সোশাল মিডিয়া ও মিছিলেও নির্যাতিতার নাম ব্যবহার করা যাবে না । কিন্তু শিলিগুড়িতে তৃণমূলের মিছিলের ব্যানারে নির্যাতিতার নাম দেখা যায় ৷ তাই নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷
কংগ্রেস নেতা আবদুল মান্নান বলেন, ‘‘রাজ্যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে শাসক দলের নেতা-মন্ত্রীদের বুদ্ধি বিলোপ পাচ্ছে ৷ শিলিগুড়ির মিছিলে গৌতম দেব যা করলেন তা এক কথায় নিন্দনীয় ৷ এই সরকার যে কোনও নিয়মের তোয়াক্কা করে না তা ফের প্রমাণিত হল মন্ত্রীর এহেন আচরণে ৷ আসলে তৃণমূলের এখন একটাই পোস্ট । আর তা হল মুখ্যমন্ত্রীর । বাকি সব নামমাত্র টিকে রয়েছেন । মুখ্যমন্ত্রীর নির্দেশে শিলিগুড়িতে মিছিল করছিলেন উত্তরবঙ্গের মন্ত্রী গৌতম দেব । তিনি বুঝতে পারেননি আজ প্রতিবাদ জানাতে গিয়ে কত বড় ভয়ংকর কাজ করেছেন ৷’’