পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mukul Roy: দো ফুল, এক মালি! শিবির বদলের জল্পনা উসকে রাজধানীতে রায়সাহেব - Mukul Roy Missing

আকস্মিক নিখোঁজ নেতা মুকুল রায়কে দিল্লিতে দেখা নিয়ে বাড়ছে জল্পনা ৷ সোমবার রাতেই তিনি দিল্লি পৌঁছেছেন । তাঁর এই দিল্লি যাত্রা নিয়ে প্রশ্ন উঠছে যে তিনি কি ফের বিজেপিতে ফিরবেন ?

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 18, 2023, 11:42 AM IST

Updated : Apr 18, 2023, 11:52 AM IST

কলকাতা, 18 এপ্রিল:গতকাল থেকেই নিখোঁজ ছিলেন মুকুল রায়। পরিবারের তরফ থেকে নিখোঁজ ডায়েরি পর্যন্ত করা হয়েছিল। অবশেষে তার খোঁজ মিলল দিল্লিতে। আর তাঁর এই দিল্লি যাত্রা নিয়েই তৈরি হয়েছে জল্পনা । সূত্র মারফত জানা যাচ্ছে, আজ আবার বিজেপিতে ফিরতে পারেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়।

গতকাল সন্ধ্যে ছ'টার পর থেকেই হঠাৎ করে বিমানবন্দর থেকে উধাও হয়ে যান মুকুল রায়। পরিবারের তরফ থেকে অসুস্থ এই বিধায়ককে নিয়ে বাড়ছিল উদ্বেগ। ছেলে শুভ্রাংশু রায় এই অবস্থায় বাবা নিখোঁজ বলে থানায় ডায়েরি করেন বলে জানা গিয়েছে। কিন্তু গতকাল রাতের দিকেই তাঁকে দিল্লিতে দেখতে পাওয়া যায়। সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে মুকুল রায় জানান, তিনি দীর্ঘদিনের সাংসদ বর্তমানে এমএলএ দিল্লিতে তিনি আসতেই পারেন। সকলেই জানেন তিনি অসুস্থ।

খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছিল তাহলে কি তিনি চিকিৎসার জন্য এসেছেন? সে সম্ভাবনা খারিজ করে দিয়ে মুকুল রায় জানান, ব্যক্তিগত কাজেই তিনি দিল্লি এসেছেন। এরপর থেকেই শুরু হয়ে যায় জল্পনা ৷ তাহলে কি আবার বিজেপিতে ফিরতে চলেছেন মুকুল রায়? বিজেপির একটা সূত্র মারফত যা জানা যাচ্ছে, তাতে এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যতদূর জানা যাচ্ছে, মুকুল রায়ের সঙ্গে রাত থেকেই ছিলেন তাঁর দুই পরিচিত। তাঁদের সঙ্গে নিয়েই দিল্লি গিয়েছেন মুকুল রায়। মুকুল রায়ের দিল্লি যাত্রা এমন একটা সময় তাই তা ভীষণভাবে তাৎপর্যপূর্ণ।

গতকালই মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়ের নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। সিবিআই স্ক্যানারে রয়েছেন তিনি। আর এই অবস্থাতে মুকুল পাড়ি দিয়েছেন দিল্লি। মনে করা হচ্ছে, আরও একবার বিজেপিতে ফিরতে পারেন এই দুঁদে রাজনীতিক। আর সেখান থেকেই প্রশ্ন উঠছে তাহলে কি সিবিআই তদন্ত থেকে বাঁচতে আরও একবার বিজেপির পথে পা বাড়াচ্ছেন মুকুল রায়। গতকালই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন সিবিআইয়ের কার্যক্রম নিয়ে। সেখানে তিনি প্রশ্ন তুলে দিয়েছিলেন যে সুপরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসকে ভাঙার কাজে ব্যবহার করা হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।

আরও পড়ুন:বেপাত্তা মুকুল রায় ! সন্ধ্যায় নিখোঁজ তৃণমূল নেতা রাতে দিল্লিতে ?

যদি শেষ পর্যন্ত মুকুল রায় আরও একবার বিজেপিতে যোগদান করেন, তাহলে এই প্রশ্নই বড় হয়ে দাঁড়াবে ৷ তবে কি ছেলেকে বাঁচাতে আরও একবার বিজেপির পথে পা বাড়ালেন মুকুল। যদিও এদিন মুকুল রায়ের দিল্লি যাত্রা ও তার নিখোঁজ হওয়া নিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, মুকুল রায় নিখোঁজ তো অনেকদিন আগেই হয়েছেন। উনি তো একজন বিধায়ক। গত 6 মাস ওনার কোনও খবর আছে। তিনি খুব বড় নেতা ৷ কেন ওঁনার কোনও খবর নেই। আর মনে হয় এটা লস কেস। মুকুল রায়কে নিয়ে কেউ আর চিন্তা করে না।

Last Updated : Apr 18, 2023, 11:52 AM IST

ABOUT THE AUTHOR

...view details