কলকাতা, 14 মে : একদিকে ডিজ়েলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ৷ অন্যদিকে, সংক্রমণের ভয়ে বাসগুলিতে যাত্রী সংখ্যা একেবারেই তলানিতে ৷ তাই বহু রুটে বেসরকারি বাস প্রায় নেই বললেই চলে । তাই যাত্রী সুবিধার্থে সেই রুটগুলিতে সরকারি বাস চালানোর কথা জানালেন পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম ।
পাশাপাশি তিনি জানান, যখন পুরো লকডাউন ছিল তখন ট্রেন বন্ধ থাকায় জলপথে বেশ কয়েকটি রুটে ভেসেল পরিষেবা চালু করা হয়েছিল । তাই আগামী সোমবার থেকে সেসব রুটে আবারও ভেসেল পরিষেবা চালু করার কথা জানান তিনি ।
পথে নামবে আরও সরকারি বাস, সোমবার থেকে চালু হচ্ছে ভেসেল পরিষেবা - vessel service
যখন পুরো লকডাউন ছিল তখন ট্রেন বন্ধ থাকায় জলপথে বেশ কয়েকটি রুটে ভেসেল পরিষেবা চালু করা হয়েছিল । তাই আগামী সোমবার থেকে সেসব রুটে আবারও ভেসেল পরিষেবা চালু করা হবে ৷ পাশাপাশি সরকারি বাসও বাড়ানো হবে ৷
পথে নামবে আরও সরকারি বাস, সোমবার থেকে চালু হচ্ছে ভেসেল পরিষেবা
আরও পড়ুন,একুশের শেষে ভ্যাকসিনের 200 কোটি ডোজ় থাকবে ভাঁড়ারে, দাবি কেন্দ্রের
তিনি আরও বলেন, "কয়েকটি রুটে যেখানে দেখেছি মানুষের অসুবিধা হচ্ছে, সেখানে আমরা বাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি । পাশাপাশি, লকডাউনের সময় যখন ট্রেন বন্ধ ছিল তখন বেশ কয়েকটি রুটে ভেসেল পরিষেবা চালু হয়েছিল ৷ সেই পরিষেবা আবার সোমবার থেকে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।"