পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নোবেল জয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা দেবে ইস্ট-মোহন - অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান

অর্থনীতিতে সদ্য নোবেল প্রাপক অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান ক্লাব । সংবর্ধনার পাশাপাশি মোহনবাগানের তরফে ক্লাবের আজীবনের সদস্যপদ দেওয়ারও পরিকল্পনা রয়েছে৷

ছবি

By

Published : Oct 20, 2019, 7:06 PM IST

কলকাতা , 20 অক্টোবর : অর্থনীতিতে সদ্য নোবেল প্রাপক অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান ক্লাব । এই সপ্তাহেই কলকাতায় আসছেন অভিজিৎ । তখন তাঁকে সংবর্ধনা দেওয়া হবে ঠিক করা হয়েছে ৷

সবুজ মেরুন কার্যকরী কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা বলেছেন, ইতিমধ্যে মোহনবাগানের তরফে আমন্ত্রণপত্র অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দেওয়া হয়েছে । সংবর্ধনার পাশাপাশি ক্লাবের আজীবনের সদস্যপদ দেওয়ার পরিকল্পনা রয়েছে৷

আরও পড়ুন : কলকাতায় আসছেন অভিজিৎ

এর আগে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে শতবর্ষের অনুষ্ঠানে আমন্ত্রণ পাঠিয়েছিল ইস্টবেঙ্গল । পাশাপাশি তাঁকে ক্লাবের সদস্যপদও দেওয়া হয়েছিল । এবার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনার দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে ক্লাবের তরফে ৷ ইতিমধ্যে সংবর্ধনার জন্য আমন্ত্রণপত্রও পাঠিয়ে দেওয়া হয়েছে তাঁর কাছে ৷

ABOUT THE AUTHOR

...view details