কলকাতা , 29 অগাস্ট : 3 দিনের সফরে রাজ্যে আসছেন সংঘচালক মোহন ভাগবত । 31 অগাস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে থাকবেন তিনি । BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে দেখা করে রাজ্যের সামগ্রিক অবস্থার রিপোর্টও নেবেন । বৈঠক করবেন RSS- র দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের প্রান্থ প্রচারকদের সঙ্গে ।
3 দিনের সফরে রাজ্যে আসছেন সংঘচালক মোহন ভাগবত - 31 অগাস্ট দুপুর 12টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামছেন মোহন ভাগবত
31 অগাস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে থাকবেন সংঘচালক মোহন ভাগবত । বৈঠক করবেন RSS- র দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের প্রান্থ প্রচারকদের সঙ্গে । 31 অগাস্ট দুপুর 12টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামছেন মোহন ভাগবত ।
31 অগাস্ট দুপুর 12টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামছেন মোহন ভাগবত । সেখান থেকে RSS -র প্রধান সদর কার্যালয় কেশব ভবনে যাবেন ৷ কেশব ভবন থেকে সন্ধ্যা 6 টায় দক্ষিণবঙ্গের RSS-র সম্পাদক জিষ্ণু বসুর বাড়িতে বৈঠক করবেন ।1 সেপ্টেম্বর সারাদিন কেশব ভবনে থাকবেন । সেদিন দিলীপ ঘোষ সহ কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন ৷ রাজ্যে BJP-র সাংগঠনিক বিষয়ে খোঁজখবর নেবেন । তারপর রাজ্যের একাধিক বুদ্ধিজীবী ও শিল্পপতিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করবেন তিনি ।
2 সেপ্টেম্বর নিউটাউনে চিফ এয়ারমার্শালের বাড়িতে তিনি জনসংযোগ করবেন । তারপর ফুলবাগানে একটি ধর্মীয় কর্মশালাতে তিনি যোগ দেবেন । সারাদিন থাকবেন সেখানে । তারপর রাতে কেশব ভবন থেকে দিল্লি ফিরে যাবেন মোহন ভাগবত । এই বিষয়ে, RSS-র দক্ষিণবঙ্গের প্রধান জিষ্ণু বসু বলেন, "মূলত সাংগঠনিক কাজেই মোহন ভাগবত রাজ্যে আসছেন । তিনদিনই কলকাতায় একাধিক বৈঠক করবেন ।"