পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিক্ষকদের বিষয়ে রাজ্য সরকারের বিবেকহীনতা লক্ষ্য করছি : মিরাতুন নাহার

আজ শিক্ষকদের অনশন মঞ্চে আসেন শিক্ষাবিদ মিরাতুন নাহার ৷ শিক্ষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে চার ঘণ্টার অনশনেও বসেন তিনি ৷

By

Published : Jul 23, 2019, 9:31 PM IST

Updated : Jul 23, 2019, 9:46 PM IST

ফাইল ফোটো

কলকাতা, 23 জুলাই : শিক্ষামন্ত্রী দাবি না মানায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা ৷ আজ তাঁদের অনশন 11 দিনে পড়েছে ৷ তাঁদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন অনেকেই ৷ এসেছেন অনশন মঞ্চেও ৷ এবার সেখানে এলেন শিক্ষাবিদ মিরাতুন নাহার ৷ শিক্ষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে চার ঘণ্টার অনশনেও বসেন তিনি ৷

মিরাতুন নাহার বলেন, "আমিও একজন শিক্ষক । দেশ ও জাতিগঠনে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে । কিন্তু তাঁরা তাঁদের প্রাপ্য পাচ্ছেন না । রাজ্য সরকারের অজ্ঞতাজনিত এক ধরনের বিবেকহীনতা লক্ষ্য করছি । তাই আমার মনে হয়েছে, এই আন্দোলনটাকে সমর্থন জানাতে যে পন্থা আমি নিতে পারি সেটা কিছুই নয়, তাঁদের পাশে গিয়ে বসে কিছুক্ষণ অনশনে অংশগ্রহণ করতে পারি । আজ আমি চার ঘণ্টা অনশনে বসব ৷"

তিনি আরও বলেন, "অনশনরত শিক্ষকরা আমার পুত্র-কন্যার মতো ৷ ভাইয়ের মতো ৷ তাদের পাশে কিছুক্ষণ বসেছি ৷ এটা আমার এক ধরনের প্রতিবাদী সত্ত্বারই প্রকাশ । রাজ্য সরকারের যে বিবেকহীন ভূমিকা, আলোচনাবিমুখ ও সমাধানের পথে যাওয়ার অনীহা, তার বিরুদ্ধে এটা আমার এক ধরনের প্রতিবাদ ।"

ভিডিয়োয় শুনুন মিরাতুন নাহারের বক্তব্য

প্রায় প্রতিদিনই কেউ না কেউ অসুস্থ হয়ে পড়ছেন । গতকাল উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদিকা পৃথা বিশ্বাস অসুস্থ হয়ে পড়েন । আজ সকাল থেকে তিনজন অনশনকারী অসুস্থ হয়ে পড়েন । তারপরও নিজেদের দাবি আদায়ের লড়াই চালিয়ে যাচ্ছেন তাঁরা । আজ আরও একজন অচৈতন্য হয়ে পড়েন ৷ অসুস্থ অবস্থায় মুর্শিদাবাদের শিক্ষক মণীশ কুমারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তাঁর হার্টে সমস্যা ধরা পড়েছে ৷

Last Updated : Jul 23, 2019, 9:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details