কলকাতা, 18 অক্টোবর: মেট্রো (Kolkata Metro) যাত্রীদের জন্য সুখবর । আসন্ন কালীপুজো (Kali Puja) উপলক্ষে বাড়ানো হচ্ছে মেট্রো পরিষেবা । পাশাপাশি ওই দিন মাঝরাত পর্যন্ত পাওয়া যাবে মেট্রো । আজ এমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে ।
কালীপুজো উপলক্ষ্যে বহু মানুষ দক্ষিণেশ্বর কালী মন্দিরে (Dakshineswar Kali Temple) যান। তাই স্বাভাবিকভাবেই ওই দিন মেট্রো করে দক্ষিণেশ্বর পৌঁছনো যাবে অনেক সহজে ও অল্প সময়ে । তাই যাত্রীদের ভিড় সামাল দিতে নর্থ সাউথ মেট্রো করিডরে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত বাড়তি 12টি মেট্রো চালানো হবে । অর্থাৎ 24 অক্টোবর 12টি স্পেশাল (6টি আপ 6টি ডাউন) মেট্রো চালানো হবে মাঝরাত পর্যন্ত ।
বিজ্ঞপ্তি অনুসারে, ওই দিন কবি সুভাষ থেকে প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 9টা 54 মিনিটে । দক্ষিণেশ্বর থেকে দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 9টা 48 মিনিটে । কবি সুভাষ ও দক্ষিণেশ্বর থেকে দিনের শেষ মেট্রো ছাড়বে রাত 12 টার সময় ।