কলকাতা, 29 এপ্রিল : রাজ্যের চতুর্থ দফার নির্বাচনে একদিকে যেমন ভোটের গরম, অন্যদিকে বাড়ছে তাপমাত্রাও । ইতিমধ্যে দুর্গাপুর, বীরভূম, আসানসোল, বহরমপুর, মুর্শিদাবাদের কিছু জায়গা থেকে বিক্ষিপ্ত গন্ডগোলের খবর এসেছে । বোমাবাজি, ছাপ্পা ভোট, পুলিশের লাঠিচার্জের পাশাপাশি গুলি চালানোর খবরও মিলিছে। আর এসবের মধ্যে তীব্র গরমে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে মানুষ । আসানসোলে আজ তাপমাত্রা 38.6 ডিগ্রি সেলসিয়াস। দুর্গাপুরে তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি। বহরমপুরেও 40 ডিগ্রি । এই অবস্থায় ভোটের লাইনে দাঁড়িয়ে মানুষের নাজেহাল অবস্থা ।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে । তবে কালকের তুলনায় আজ তাপমাত্রার একটু কম । পশ্চিমের গরম বাতাস ঢুকছে রাজ্যে । সেই সঙ্গে আদ্রতাজনিত কষ্টও রয়েছে । আপাতত এই পরিস্থিতি আরও কয়েকদিন বজায় থাকবে।
আজ বেলা সাড়ে এগারোটা পর্যন্ত তাপমাত্রার রেকর্ড (ডিগ্রি সেলসিয়াস) :
আসানসোল-38.6
বহরমপুর-40
কৃষ্ণনগর-39