কলকাতা, 8 ডিসেম্বর: ঠিক ছিল আজ, বৃহস্পতিবার নয়াদিল্লিতে বঙ্গ বিজেপির (BJP) সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷ কিন্তু এদিন সেই বৈঠক হয়নি ৷ বিজেপি সূত্রে খবর, গুজরাত (Gujarat) ও হিমাচল প্রদেশে (Himachal Pradesh) ভোটের ফল প্রকাশিত হয় এদিন ৷ সেই কারণেই বৈঠক বাতিল করা হয় ৷
গতকাল, বুধবার সংসদে শুরু হয়েছে শীতকালীন অধিবেশন (Parliament Winter Session) ৷ প্রথমদিনের অধিবেশন শেষে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার নিজেই তাঁর শাহী-সাক্ষাতের কথা জানিয়েছিলেন ৷ তবে এদিন বৈঠক বাতিল নিয়ে তাঁর কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷ এই বৈঠক কবে হবে, তা নিয়েও বিজেপির তরফে কোনও সুস্পষ্ট উত্তর নেই ৷
এরই মধ্যে জানা গিয়েছে যে আগামী 13 ডিসেম্বর পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে বৈঠকে বসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ বিজেপি সূত্রে খবর, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছিলেন শুভেন্দু অধিকারী ৷ তিনি চিঠি লিখেছিলেন অমিত শাহকে ৷ আগামী 13 ডিসেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর সঙ্গে দেখা করতে সম্মত হয়েছেন বলে খবর ৷