কলকাতা, 29 জুলাই:শ্বাসনালীতে সংক্রমণ ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভরতি হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ৷ শনিবার সন্ধ্যায় উডল্যান্ডস হাসপাতালের তরফে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে ৷ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসায় 9 সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে ৷ বুলেটিনে জানানো হয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নন-ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে ৷ তবে তাঁর হৃদযন্ত্রে কোনও সমস্যা নেই ৷ হার্টরেট ও রক্তচাপ স্থিতিশীল ৷
উল্লেখ্য, এদিন বিকেল সাড়ে 4টে নাগাদ দক্ষিণ কলকাতার এই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে ৷ দীর্ঘদিন ধরেই সিওপিডি এর সমস্যায় ভুগছেন 79 বছর বয়সি বর্ষীয়ান এই বাম নেতা ৷ এদিন যখন তাঁকে গ্রিন করিডর করে পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে আসা হয়, তখনই জানা গিয়েছিল শ্বাসকষ্টের সমস্যা রয়েছে বুদ্ধদেবের ৷ মেডিক্যাল বুলেটিনেও সে কথা বলা হয়েছে ৷ রাইস টিউব দিয়ে খাওয়ানো হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ৷