পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বৈশাখির সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে, জানালেন পার্থ - BJP কর্মী বৈশাখি বন্দ্যোপাধ্যায়

আজ দুপুরে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যান BJP কর্মী বৈশাখি বন্দ্যোপাধ্যায় ৷ বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷ এই বিষয়ে পার্থবাবু বলেন , "আমি খেলোয়াড় নই ৷ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব । রাজনীতি নিয়ে কথা হবে আমাদের মধ্যে, সেটাই স্বাভাবিক । অনেক বিষয় নিয়ে কথা হয়েছে । সেসব সংবাদ মাধ্যমের কাছে বলব না । "

partha

By

Published : Oct 26, 2019, 9:59 PM IST

Updated : Oct 26, 2019, 10:52 PM IST

কলকাতা , 26 অক্টোবর : বৈশাখি বন্দ্যোপাধ্যায় তাঁর পরিচিত ৷ তিনি আসতেই পারেন তাঁর পরিচিতর বাড়িতে ৷ এতে দোষের কিছু দেখছেন না তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷ সংবাদ মাধ্যমকে এ কথা বলেছেন তিনি ।

পার্থবাবু বলেন , " রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে আসতেই পারেন বৈশাখি ৷ তিনি বিজয়ার শুভেচ্ছা জানাতে এসেছিলেন ৷ " তবে তাঁদের মধ্যে রাজনৈতিক আলোচনাও হয়েছে বলে জানিয়েছেন পার্থ ৷ তবে কী আলোচনা হয়েছে , তা প্রকাশ্যে আনেননি তৃণমূলের মহাসচিব ৷

আজ দুপুরে পার্থবাবুর বাড়িতে যান BJP কর্মী বৈশাখি বন্দ্যোপাধ্যায় ৷ বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷ তবে পার্থবাবু এই বিষয়ে বলেন , "বৈশাখির সঙ্গে শুভেচ্ছা বিনিময় হয়েছে । অন্য দলে গেছেন বলে তাঁর সুস্থতা কামনা করব না, এটা আমার সংস্কৃতিতে নেই । যাঁদের আছে তাঁরা করবেন । "

পার্থবাবু আরও বলেন , "আমি খেলোয়াড় নই ৷ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব । রাজনীতি নিয়ে কথা হবে আমাদের মধ্যে, সেটাই স্বাভাবিক । অনেক বিষয় নিয়ে কথা হয়েছে । সে সব সংবাদ মাধ্যমের কাছে বলব না । ভারতের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও তো কথা হয়ে থাকতে পারে !" ফলে সব মিলিয়ে রাজনৈতিক মহলে জল্পনা বেড়েই চলেছে ।

Last Updated : Oct 26, 2019, 10:52 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details