পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুর্শিদাবাদে বদরুজ্জা, রায়গঞ্জে প্রার্থী সেলিমই ; ঘোষণা বিমানের - LEFT FRONT

লোকসভা নির্বাচনে রায়গঞ্জ ও মুর্শিদাবাদে গতবারের বিজয়ী প্রার্থীই থাকছেন। মুর্শিদাবাদ থেকে বদরুজ্জা খান ও রায়গঞ্জ থেকে মহম্মদ সেলিমকে ফের প্রার্থী করা হচ্ছে।

বিমান বসু

By

Published : Mar 8, 2019, 8:20 PM IST

কলকাতা, ৮ মার্চ : আসন্ন লোকসভা নির্বাচনে রায়গঞ্জ ও মুর্শিদাবাদে গতবারের বিজয়ী প্রার্থীই থাকছেন। সাংবাদিক বৈঠকে জানালেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। মুর্শিদাবাদ থেকে বদরুজ্জা খান ও রায়গঞ্জ থেকে মহম্মদ সেলিমকে ফের প্রার্থী করা হচ্ছে।

বিমান বসু আজ সাংবাদিক বৈঠকে বলেন, "মালদা দক্ষিণ, মালদা উত্তর, জঙ্গিপুর ও বহরমপুরে বামেরা প্রার্থী দেবে না। শরিক দলগুলোর ক্ষেত্রে প্রত্যেকে নিজেদের জেতা আসনে প্রার্থী দেবে। শরিকরা যদি কোনও নির্দিষ্ট আসনে প্রার্থী দিতে চায় সেবিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত হবে।"

তিনি আরও বলেন, "রাজ্য ও দেশ থেকে BJP ও তৃণমূল, দুই সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করার কথা ঘোষণা করছি। এই দুই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে প্রচার করতে হবে। এখনই সম্পূর্ণ তালিকা ঘোষণা করা হয়নি। আগামীদিনে এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details