কলকাতা, 10 জুন: রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা করেছে বৃহস্পতিবার । শুক্রবার থেকেই মনোনয়ন জমা পড়তে শুরু করেছে। প্রথম দিনে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে মনোনয়ন জমা দিতে গেলে দেখা যায় অনেক জায়গাতেই উপযুক্ত পরিকাঠামো নেই ৷ কোথাও টেবিল আছে কর্মী নেই । কোথাও আবার কর্মী আছেন কিন্তু তিনি মনোনয়ন জমা নেওয়ার প্রশিক্ষণ পাননি। আর জেলায় জেলায় এমন ঘটনায় ক্ষুব্ধ হয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম তীব্র আক্রমণ শানালেন রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে।
ক্ষোভ উগরে দিয়ে তাঁর মন্তব্য, "পঞ্চায়েত ভোট নিয়ে আমরা প্রথম দিন থেকেই প্রস্তুত ছিলাম। এখন দেখছি ভোট নিয়ে রাজ্যের নির্বাচন কমিশনই প্রস্তুত নয়।" নির্বাচনের মনোনয়ন পর্বের প্রথম দিন চূড়ান্ত অব্যবস্থা নজরে এল প্রায় এসব জেলায়। এই ঘটনায় প্রায় সব বিরোধী দলই তোপ দেগেছে।
নয়া নির্বাচন কমিশনার রাজীবা সিনহার নাম না-করেই সেলিম বলেন, "পরিকাঠামো তৈরি করা, কর্মীদের প্রশিক্ষণ দেওয়া বা ফর্ম রাখা সবটাই প্রশাসনের কাজ। রাজ্য সরকারের একজন অবসরপ্রাপ্ত শীর্ষ আধিকারিককে কমিশনার করা হল। তিনি ভাবছেন, এলাম দেখলাম, জয় করলাম এই মনোভাব নিয়ে পঞ্চায়েত ভোট করবেন!" নির্বাচন ঘোষণার পরেই সমস্ত জেলা প্রশাসনের সঙ্গে অনলাইনে বৈঠক করেন তিনি। তবে একদম নীচুতলার কর্মীদের কোনও প্রশিক্ষণ দেওয়া হয়নি নির্বাচন সমস্ত প্রক্রিয়া নিয়ে।