কলকাতা, 4 মে : আর কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যে আছড়ে পড়বে ফণী । তার মোকাবিলা করতে সবরকমভাবে নিজেদের প্রস্তুত রেখেছে রাজ্য সরকার । কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম নিজে রাত জেগে তদারকি করছেন । মেয়রের সঙ্গে রয়েছেন ডেপুটি মেয়র অতীন ঘোষ, মেয়র পারিষদ দেবাশিস কুমার, বৈশ্বানর চট্টোপাধ্যায়সহ অন্যরা । কলকাতা পৌরনিগম ও বিভিন্ন বোরো অফিস থেকে শহরের উপর নজরদারি চালাচ্ছেন তাঁরা ।
ফণী : সজাগ রয়েছে কলকাতা, বলছেন মেয়র
"আমরা মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছি । পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত নজরদারি চলবে । গোটা পরিস্থিতির উপর আমরা সকলেই নজর রেখেছি ।" রাত জেগে পরিস্থিতির তদারকি করতে করতে বললেন কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম ।
মেয়র ফিরহাদ হাকিম বলেন, "আমাদের সব আধিকারিকরা সক্রিয় রয়েছে । মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছি । পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত নজরদারি চলবে । গোটা পরিস্থিতির উপর আমরা সকলেই নজর রেখেছি ।" মেয়র আরও বলেন, "আধিকারিকরা সবাই রাত জাগছে । ত্রাণশিবিরগুলোতে রান্না, খাওয়া সব ব্যবস্থা রয়েছে । পাম্পিং স্টেশনগুলো অ্যালার্ট রয়েছে । কিন্তু যার জন্য অপেক্ষা, সে বোধহয় আসছে না ।" ডেপুটি মেয়র অতীন ঘোষ জানান, ইতিমধ্যে কলকাতা পৌরনিগমের ব্যবস্থাপনায় গার্ডেনরিচ ও নারকেলডাঙায় ত্রাণ শিবির গড়ে তোলা হয়েছে। প্রায় আড়াই হাজার মানুষ সেখানে আশ্রয় নিয়েছেন । টালা এলাকায় একটি বাড়ি ভেঙে পড়েছে । তবে সেখানে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে ।