কলকাতা, 1 মার্চ:বকেয়া ডিএ'র দাবিতে রাজ্য সরকারি কর্মীরা আন্দোলন করছেন ৷ এর পাশাপাশি তাদের মতই কলকাতা পৌরনিগমেও আন্দোলন ক্রমশ জোরদার হয়েছে কর্মীরা । এ বিষয়ে মঙ্গলবার সুর চড়িয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। না-পোষালে কাজ ছেড়ে দেওয়ার নিদান দেন তিনি । মেয়রের হুঁশিয়ারির জবাবে বুধবার বিক্ষোভে শামিল হন সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা ।
এক অনুষ্ঠানে গিয়ে রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ডিএ ইস্যুতে আন্দোলনকারীদের একহাত নিয়ে জানিয়েছিলেন, আমাদের ব্যাপারে অনেক রকম কথা হয় । আমরা ডিএ দিতে পারছি না । বামফ্রন্টের আমলে নাকি 100 শতাংশ ডিএ দেওয়া হয়েছে । কিন্তু আমরা দিতে পারছি না । কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া প্রসঙ্গে ফিরহাদ জানান, আমাদেরও দেওয়ার মন আছে ৷ তাই কেন্দ্রকে বকেয়া মেটাতে বলেছি । না-দিলে কী করব? লক্ষীর ভাণ্ডার বন্ধ করে দেব? কারও সংসার অচল করে দেব ? কন্যাশ্রী কেড়ে নেব ? এরপর আন্দোলনরত কর্মীদের উদ্দেশ্যে তিনি জানান, কোনটা সরকারের অগ্রাধিকার ! মানুষ যে খেতে পারছে না, তার কাছে রেশন পৌঁছে দেওয়া, নাকি যে 40 হাজার টাকা মাইনে পায় তার টাকা কেন 60 হাজার হচ্ছে না সেটা ৷ যাদের কিছু নেই তাদের দেওয়া সরকারের কর্তব্য । যারা অনেক পায় তাদেরকে আরও দিলে সেটা পাপ বলে মনে হবে ৷