পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Firhad Hakim: না-পোষালে কাজ ছেড়ে দিন, মেয়রের হুঁশিয়ারিতে পালটা বিক্ষোভ কর্মীদের - Mayor Firhad Hakim

কেন্দ্রীয় সরকারের কাজে যুক্ত হন ৷ ডিএ (DA) ইস্যুতে এমনই কড়া মনোভাব পোষণ করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim) ৷

Firhad Hakim File pic
মেয়র ফিরহাদ হাকিম

By

Published : Mar 1, 2023, 9:00 PM IST

সংগ্রামী যৌথ মঞ্চের নেতা চন্দন চট্টোপাধ্যায়

কলকাতা, 1 মার্চ:বকেয়া ডিএ'র দাবিতে রাজ্য সরকারি কর্মীরা আন্দোলন করছেন ৷ এর পাশাপাশি তাদের মতই কলকাতা পৌরনিগমেও আন্দোলন ক্রমশ জোরদার হয়েছে কর্মীরা । এ বিষয়ে মঙ্গলবার সুর চড়িয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। না-পোষালে কাজ ছেড়ে দেওয়ার নিদান দেন তিনি । মেয়রের হুঁশিয়ারির জবাবে বুধবার বিক্ষোভে শামিল হন সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা ।

এক অনুষ্ঠানে গিয়ে রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ডিএ ইস্যুতে আন্দোলনকারীদের একহাত নিয়ে জানিয়েছিলেন, আমাদের ব্যাপারে অনেক রকম কথা হয় । আমরা ডিএ দিতে পারছি না । বামফ্রন্টের আমলে নাকি 100 শতাংশ ডিএ দেওয়া হয়েছে । কিন্তু আমরা দিতে পারছি না । কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া প্রসঙ্গে ফিরহাদ জানান, আমাদেরও দেওয়ার মন আছে ৷ তাই কেন্দ্রকে বকেয়া মেটাতে বলেছি । না-দিলে কী করব? লক্ষীর ভাণ্ডার বন্ধ করে দেব? কারও সংসার অচল করে দেব ? কন্যাশ্রী কেড়ে নেব ? এরপর আন্দোলনরত কর্মীদের উদ্দেশ্যে তিনি জানান, কোনটা সরকারের অগ্রাধিকার ! মানুষ যে খেতে পারছে না, তার কাছে রেশন পৌঁছে দেওয়া, নাকি যে 40 হাজার টাকা মাইনে পায় তার টাকা কেন 60 হাজার হচ্ছে না সেটা ৷ যাদের কিছু নেই তাদের দেওয়া সরকারের কর্তব্য । যারা অনেক পায় তাদেরকে আরও দিলে সেটা পাপ বলে মনে হবে ৷

এরপর আন্দোলনরত কর্মীদের তোপ দেগে তিনি মঙ্গলবার বলেছিলেন, "আমি আগেও বলেছি ৷ এখনও বলছি ৷ না-পোষালে কাজ ছেড়ে দিন ৷ কেন্দ্রীয় সরকারের চাকরিতে যোগদান করুন ৷ কেন এখানে পড়ে আছেন ? মিছিমিছি কেন এখানে সময় নষ্ট করবেন ?" মেয়রের মতে, সরকারি কর্মচারী হচ্ছে মানুষের সেবক ৷ তারা কোনও মাল্টিন্যাশনাল কোম্পানির এক্সিকিউটিভ নই । মানুষের করের টাকায় সরকারি কর্মীদের মাইনে হয় । মেয়রের এমন মন্তব্যে কর্মীমহলে ক্ষোভ আরও দানা বাঁধে । এদিন কলকাতা পৌরনিগমে টিফিন টাইমে বিক্ষোভে শামিল হন সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা ।

সংগঠনের নেতা চন্দন চট্টোপাধ্যায় বলেন, "কোন পাপের জন্য উনি আদালতে গিয়েছিলেন ? বেতন কী উনি পৈতৃক সম্পত্তি থেকে দেন । বেতন রাজ্যের কর্মীদের সরকার দেয় তাদের হকের টাকা থেকে । যদি ক্ষমতা থাকে তাহলে হাইকোর্টে দাঁড়িয়ে বলুন, যাঁরা ডিএ চাইছে তাদের সেন্ট্রালে চলে যেতে ।" তিনি পালটা হুঁশিয়ারি দেন ৷ বেতন দিতে না-পারলে ফিরহাদ হাকিমকে চেয়ার ছেড়ে চলে যেতে বলেন ।

আরও পড়ুন:দুয়ারে পৌরনিগম ! এক ফোনেই বাড়িতে আধার ও স্বাস্থ্য সাথী কার্ড বিশেষভাবে সক্ষমদের

ABOUT THE AUTHOR

...view details