কলকাতা, 11 অগস্ট:যাদবপুর বিশ্ববিদ্যালের প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর রহস্য মৃত্যুতে মর্মাহত মেয়র ফিরহাদ হাকিম । জানালেন, তিনিও এক সময় মানসিক অবসাদের শিকার হয়েছিলেন ৷ স্বপ্নদীপের মৃত্যুর ঘটনা নিয়ে বলতে গিয়ে মেয়রের গলাতে শোনা গেল হতাশার সুর ৷ শুক্রবার মেয়র বলেন, "সামান্য সময়ের জন্য একটা মানসিক হতাশায় মেধাবী ছেলেটি একটা মারাত্মক সিদ্ধান্ত নিল । বেশকিছু সময় এমন সিদ্ধান্তের কথা ভেবেছিলাম আমিও । কিন্তু পরিণত মনের জন্য এই পরিণতি ঠেকাতে পরেছি ৷"
স্বপ্নদীপের মৃত্যু ঘটনা নিয়ে বলতে গিয়ে মেয়র জানান, অনেক সময় অযথা সাংবাদিকদের অপ্রিয় প্রশ্নের মুখোমুখি হয়েছেন তিনি । তাঁর দাবি, "কেন্দ্রীয় সরকার নানান ভাবে এজেন্সি দিয়ে হেনস্তা করেছে। তখন আমারও এক মুহূর্তের জন্য মনে হয়েছে জীবনটা রেখে কী হবে ? এত অপমান ! সেই সময়টায় নিজে নিজেকে প্রশ্ন করি, এত মানুষের জন্য কাজ করছি । সেটা কি কিছু নয় ? পরিণত মন মানসিকতার জেরেই এই পরিস্থিতি কাটিয়ে উঠি ।" সেরকমই তিনি উল্লেখ করেন স্কুল, কলেজ, কর্মক্ষেত্র সব জায়গাতেই অপমান শুনতে হয় কখনও কখনও । তখন প্রিয়জনের সঙ্গে গল্প করা উচিত । তাতে মন অনেক হালকা হবে ।