পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Firhad Hakim: 'আমিও জীবন শেষ করে দেওয়ার কথা ভেবেছিলাম', বললেন স্বপ্নদীপের মৃত্যুতে মর্মাহত ফিরহাদ - মেয়র ফিরহাদ হাকিম

'আমিও জীবন শেষ করে দেওয়ার কথা ভেবেছিলাম', যাদবপুরের ঘটনায় বললেন শোকার্ত মহানাগরিক ফিরহাদ হাকিম ৷

ETV Bharat
মেয়র

By

Published : Aug 11, 2023, 10:56 PM IST

কলকাতা, 11 অগস্ট:যাদবপুর বিশ্ববিদ্যালের প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর রহস্য মৃত্যুতে মর্মাহত মেয়র ফিরহাদ হাকিম । জানালেন, তিনিও এক সময় মানসিক অবসাদের শিকার হয়েছিলেন ৷ স্বপ্নদীপের মৃত্যুর ঘটনা নিয়ে বলতে গিয়ে মেয়রের গলাতে শোনা গেল হতাশার সুর ৷ শুক্রবার মেয়র বলেন, "সামান্য সময়ের জন্য একটা মানসিক হতাশায় মেধাবী ছেলেটি একটা মারাত্মক সিদ্ধান্ত নিল । বেশকিছু সময় এমন সিদ্ধান্তের কথা ভেবেছিলাম আমিও । কিন্তু পরিণত মনের জন্য এই পরিণতি ঠেকাতে পরেছি ৷"

স্বপ্নদীপের মৃত্যু ঘটনা নিয়ে বলতে গিয়ে মেয়র জানান, অনেক সময় অযথা সাংবাদিকদের অপ্রিয় প্রশ্নের মুখোমুখি হয়েছেন তিনি । তাঁর দাবি, "কেন্দ্রীয় সরকার নানান ভাবে এজেন্সি দিয়ে হেনস্তা করেছে। তখন আমারও এক মুহূর্তের জন্য মনে হয়েছে জীবনটা রেখে কী হবে ? এত অপমান ! সেই সময়টায় নিজে নিজেকে প্রশ্ন করি, এত মানুষের জন্য কাজ করছি । সেটা কি কিছু নয় ? পরিণত মন মানসিকতার জেরেই এই পরিস্থিতি কাটিয়ে উঠি ।" সেরকমই তিনি উল্লেখ করেন স্কুল, কলেজ, কর্মক্ষেত্র সব জায়গাতেই অপমান শুনতে হয় কখনও কখনও । তখন প্রিয়জনের সঙ্গে গল্প করা উচিত । তাতে মন অনেক হালকা হবে ।

আরও পড়ুন:যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় গ্রেফতার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সৌরভ

স্বপ্নদীপ কুন্ডুর মৃত্যুতে চিন্তিত মেয়র ফিরহাদ ইতিমধ্যে তাঁর ছোট মেয়ে আফশা হাকিমের সঙ্গে আলোচনা করেছেন ৷ এই বছর এলএলবি পাস করেছেন আফশা । আইনে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য নামজাদা এক বিশ্ববিদ‌্যালয়ে ভর্তি হচ্ছেন তিনি । সেখানে হোস্টেলে থাকবেন তিনি । সেকথা উল্লেখ করে মেয়র ৷
সন্তানসম স্বপ্নদীপের মৃত্যুর শোক চেপে রাখতে পারেনি মন্ত্রী, নেতা এবং বাবা ফিরহাদ হাকিম । তিনি বলেন," আমিও তো বাবা। যাদবপুরের ওই ঘটনাটা শোনার পর থেকে ভিতরে ভিতরে অস্থির ছিলাম । আমার মেয়েও হোস্টেলে থাকবে । কাল রাত্রিবেলা মেয়েকে বললাম, মা কিছু হলে ছেড়ে আমার কাছে চলে আসবি । কোনওরকম চিন্তা করবি না ।" যাদবপুরের ঘটনা অত‌্যন্ত দুঃখের । এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে মা-বাবার উচিৎ বাচ্চাদের নিয়ে বসে কাউন্সেলিং করা ।"

আরও পড়ুন:চোখের সামনে ঝাঁপ স্বপ্নদীপের ! ভয়ঙ্কর অভিজ্ঞতা ইটিভি ভারতকে জানালেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া

ABOUT THE AUTHOR

...view details