কলকাতা, 21 মার্চ : CAA নিয়ে পার্কসার্কাসে এখনও আন্দোলন চলছে । কোরোনা সতর্কতা উপেক্ষা করেই চলছে এই আন্দোলন । তাই আন্দোলনকারীদের সুরক্ষার কথা মাথায় রেখে আন্দোলন না করার আবেদন জানালেন মেয়র ফিরহাদ হাকিম ।
পার্কসার্কাসের আন্দোলনকারীদের জমায়েত না করার আবেদন ফিরহাদের - corona virus
পার্ক সার্কাসের আন্দোলনকারীদের সুরক্ষার কথা মাথায় রেখে আন্দোলন না করার আবেদন জানালেন মেয়র ফিরহাদ হাকিম ।
পার্কসার্কাসে এখনও অব্যাহত CAA বিরোধী আন্দোলন । ফলে সেখানে এখনও জমায়েত করে রয়েছে বহু মানুষ । অথচ কোরোনা ভাইরাস সংক্রমণ এড়াতে কোনওরকম জমায়েত না করতে বলা হয়েছে রাজ্য সরকারের তরফে । তাই পার্কসার্কাসের আন্দোলনকারীদের জমায়েত সরাতে এবার আসরে নামলেন মেয়র ফিরহাদ হাকিম । আন্দোলনকারীদের কাছে অন্তত দু-সপ্তাহের জন্য আন্দোলন বন্ধ রাখার আবেদন জানান তিনি ।
ফিরহাদ হাকিম বলেন, "আমরা NRC, NPR ও CAA-র বিরুদ্ধে আন্দোলন করব । কিন্তু মানুষকে বাঁচানোটা এখন সবথেকে জরুরি । যদি মানুষই না বেঁচে থাকে তাহলে এই লড়াই কার জন্য ? কাউকে জোর করছি না । আবেদন জানাচ্ছি ।"