পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Firhad Hakim: শোভনের বিশ্রাম কক্ষ এখন ঠিকা কন্ট্রোলারের অফিস, ঘোষণা ফিরহাদের - মেয়র ফিরহাদ হাকিম

এক সময়ে প্রাক্তন মেয়রের বিশ্রাম কক্ষ রক্সি সিনেমা হলে হচ্ছে ঠিকা কন্ট্রোলারের অফিস ৷ শুক্রবার এমনটাই ঘোষণা করলেন মেয়র ফিরহাদ হাকিম ৷ দাবি নাগরিক সুবিধার্থে এই সিদ্ধান্ত ৷

ETV Bharat
মেয়র ফিরহাদ হাকিম

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2023, 10:50 PM IST

কলকাতা, 25 অগস্ট:প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ‌্যায়ের বিশ্রাম কক্ষ এবার থেকে ঠিকা কন্ট্রোলারের অফিস হবে ৷ সাফ জানিয়ে দিলেন কলকাতার বর্তমান মেয়র ফিরহাদ হাকিম ৷ একই সঙ্গে রক্সি সিমেনা হলেক উপরে একটি গোটা ফ্লোর, যেভাবে নিজের বিশ্রাম কক্ষ বানিয়ে ছিলেন শোভন চট্টোপাধ্যায়, শুক্রবার তারও তীব্র কটাক্ষ করেন ফিরহাদ ৷ তাঁর দাবি, ওটা বিশ্রামের জায়গা নয়, কর্পোরেশন কাজ করার জায়গা ।

এতদিন ঠিকার লিজ ডিড পেতে অসংখ্য আইনি জটিলতার মুখে পড়তে হত নাগরিকদের । এখন বদলেছে । নতুন নিয়মে মাত্র 15 দিনেই মিলছে ঠিকা লিজ ডিড । আর এই দ্রুত কাজ হওয়াতে ঠিকা জমির বাসিন্দাদের আবেদনও আসতে শুরু করেছে ৷ ইতিমধ্যে প্রায় ছ‘হাজার আবেদন জমা পড়েছে ৷ ফলে এই সংক্রান্ত কাজে গতি আনতে প্রয়োজন একটি বড় অফিসের । রক্সির উপরের তলাটিকে বাছা হয়েছে ।

শুক্রবার টক টু মেয়র অনুষ্ঠানে এক নাগরিক ঠিকা সংক্রান্ত বিষয় অভিযোগ জানান । তার সমস্যার সুরাহা করতে গিয়েই ফিরহাদ হাকিম আধিকারিকদের উদ্দেশ্যে এই বিস্ফোরক দাবি করেন । তিনি বলেন, "মেয়রের আবার রেস্ট রুম কী । কর্পোরেশন একটা কাজের জায়গা । এখানে কী কোনও মেয়র বিশ্রাম নিতে আসে ! রক্সি সিনেমা হলের উপর একটি গোটা ফ্লোর ফাঁকা ওখানেই অফিস করুন। ওই জায়গাটাকে নিয়ে ভালো করে সাজিয়ে নিন । ওখানে কোনওদিন আমি বিশ্রাম নিতে যাবে না । মুখ্যমন্ত্রীর স্বপ্ন এটা । বস্তিগুলো আরও উন্নতি হলে সেগুলো নান্দনিক হবে ।"

আরও পডু়ন:জন্মের শংসাপত্র নিতে 6 হাজার, হাতেনাতে দালাল ধরলেন খোদ মেয়র

কলকাতা এনভায়রন ইমপ্রুভমেন্ট প্রোজেক্টের সঙ্গে কলকাতা কর্পোরেশন একটি চুক্তি হয় প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ‌্যায়ের আমলে । সে চুক্তি অনুযায়ী কলকাতা জুড়ে কাজ করছে কেইআইপি । সে কাজ নিয়ে ভুরি ভুরি অভিযোগ । এই প্রসঙ্গে ফিরহাদ জানান, কেইআইপি-র কাজে তিনি একেবারেই খুশি নয়। এদের কাজের সিস্টেম অত‌্যন্ত খারাপ । চুক্তিটা তাঁর সময়ে হয়নি । শহরজুড়ে কেইআইপি-র যে কাজ হচ্ছে তাতে কন্ট্রাক্টর সংস্থার নিজেদেরই । মেয়রের অভিযোগ, অনেক কন্ট্রাক্টর সময় অনুযায়ী কাজ শেষ করতে পারেনি । একজনকে কালো তালিকাভুক্ত করা হয়েছে । রাস্তার ঢাল যেদিকে হওয়া উচিৎ তার উল্টোদিকে করে দিয়েছেন । ওই কাজের জন‌্য কেইআইপি-র কনসালটেন্টকেও কালো তালিকাভুক্ত করা উচিৎ বলে দাবি করছেন মেয়র ৷

ABOUT THE AUTHOR

...view details