কলকাতা, 1 জুন: খাস কলকাতায় ফের ভযাবহ অগ্নিকাণ্ড। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বউবাজারে একটি বহুতলের পাঁচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকার বাসিন্দারা, পথ চলতি মানুষ এবং সংশ্লিষ্ট বহুতলের অফিস কর্মীরা প্রথমে কালো ধোঁয়া বেরোতে দেখেন। বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ আগুন লাগে ৷ অফিস টাইমে ব্যস্ততার মধ্যে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মতো জমজমাট জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনায় মুহূর্তের মধ্যে হুলস্থূল পড়ে যায়। কয়েক মিনিটের মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আসে বউবাজার থানা এবং হেয়ারস্ট্রিট থানার পুলিশ। এখনও পর্যন্ত দমকলের 10টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। কাজ করছে সাতটা। 3টি ইঞ্জিন অতিরিক্ত আছে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা।
তবে কী কারণে এই অগ্নিকাণ্ড তা জানা যায়নি। দমকল কর্মীরা প্রথমেই ঘটনাস্থলে এসে ওই অফিসে আটকে থাকা একাধিক কর্মীকে নীচে নামিয়ে আনেন। পাশাপাশি দমকল কর্মীদের সাহায্য করেন এলাকার বাসিন্দারা এবং কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর পুলিশকর্মীরা এবং দমকলের আধিকারিকরা যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তাঁরা মূলত আগুনের উৎসস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন তবে এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি ও রাস্তা সরু হওয়ার ফলে দমকলের গাড়ি ঢুকতে কিছুটা বাধার সম্মুখীন হচ্ছে। সেখানে একাধিক সরকারি বেসরকারি অফিস যেমন আছে, ঠিত তেমনি তিনতলায় একটি কাঠের গুদামঘর আছে। সেখানে প্রচুর প্লাইউড মজুত আছে। সেই প্লাইউডে আগুন লেগে যায়। ফলে দাউদাউ করে আগুন জ্বলে।