পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Decomposed Body Found in Kolkata: পরিত্যক্ত দোকান থেকে ব্যক্তির পচা-গলা দেহ উদ্ধার ঘিরে রহস্য

নেতাজী নগর এলাকায় বিপ্লব কুমার পাল নামে ওই ব্যক্তি গত 10 দিন ধরে নিখোঁজ ছিলেন। পুলিশ সূত্রে খবর, বাড়ির পাশেই এক পরিত্যক্ত দোকান থেকে ওই ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার হয় ৷ কিন্তু কী কারণে ওই ব্যক্তি দোকানে গিয়েছিলেন, এবং কীভাবে সেখানে তাঁর মৃত্যু হল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে ৷

Decomposed Body Found in Kolkata
দেহ উদ্ধার ঘিরে রহস্য

By

Published : Jul 23, 2023, 3:52 PM IST

কলকাতা, 23 জুলাই:নেতাজী নগর এলাকায় এক পরিত্যক্ত দোকান থেকে বয়স্ক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার ৷ রবিবার নেতাজী নগর থানার পুলিশ ওই ব্যক্তির দেহ উদ্ধার করে ৷ বাড়ির পাশের পরিত্যক্ত দোকানে কীভাবে ওই ব্যক্তি এলেন এবং কীভাবে তাঁর মৃত্যু হল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ যদিও মৃতের পরিবারের দাবি, খুন করা হয়েছে তাঁকে ৷

দক্ষিণ কলকাতার নেতাজী নগর এলাকায় বিপ্লব কুমার পাল নামে ওই ব্যক্তি গত 10 দিন ধরে নিখোঁজ ছিলেন। শ্রী কলোনিতে তাঁর বাড়ি ৷ পুলিশ সূত্রে খবর, বাড়ির পাশেই এক পরিত্যক্ত দোকান থেকে ওই ব্যক্তির দেহ এদিন উদ্ধার করা হয় ৷ কিন্তু কী কারণে বিপ্লব বাবু ওই দোকানে এসেছিলেন, এবং কীভাবে তাঁর মৃত্যু হল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে ৷ ব্যক্তির মৃত্যুর কারণ সম্পর্কে ময়নাতদন্তের উপরই ভরসা করতে হচ্ছে পুলিশকে ৷

স্থানীয় সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় পরিত্যক্ত ওই দোকান থেকে দুর্গন্ধ পায় স্থানীয় বাসিন্দারা ৷ এরপরই নেতাজী নগর থানায় খবর দেওয়া হয় ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দোকানটি খুলে তল্লাশি চালানোর সময় দোকানের শেষ প্রান্তে অন্ধকার জায়গায় পচা গলা দেহ দেখতে পায় ৷ পুলিশ অবশ্য মৃত্যুর কারণ সম্পর্কে এখনই নিশ্চিত করে কিছু বলতে রাজি হয়নি ৷ তদন্ত শুরু করেছে নেতাজি নগর থানার পুলিশ ৷

আরও পড়ুন: মধ্যপ্রদেশে দলিতের মুখে মল-মূত্র মাখানোর ঘটনায় গ্রেফতার অভিযুক্ত

অন্যদিকে, নিহতের পরিবারের দাবি, বেশ কিছুদিন ধরেই নিখোঁজ ছিলেন ওই ব্যক্তি ৷ পুলিশে অভিযোগও দায়ের করা হয় ৷ পুলিশ বেশ কয়েকবার খোঁজার চেষ্টা করলেও, শেষ পর্যন্ত খোঁজ মেলেনি ওই ব্যক্তির ৷ অবশেষে এদিন তাঁর দেহ উদ্ধার হয়েছে ৷ পরিবার অবশ্য খুনের অভিযোগ করলেও পুলিশ এই মুহূর্তে স্পষ্ট করে কিছু বলতে রাজি নয় ৷ মৃত বিপ্লব কুমারের সঙ্গে কারোর শত্রুতা ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details